চলতি বছরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতীয় মহিলাদের জয়জয়কার। বেশ কিছুদিন আগেই হিমা দাসের একের পর এক সোনা জেতা, পিভি সিন্ধুর ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া, মানসী জোশির প্যারা-ব্যাডমিন্টনে সোনার পদক পাওয়া সব মিলিয়ে অ্যাথলেটিকস-এ এখন মহিলাদের দাপট অব্যাহত।
এরই মধ্যে রাশিয়ার কাজান-এ অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্কিল-এ ব্রোঞ্জ পদক জিতে দেশের মুখ আরেকবার উজ্জ্বল করলেন শ্বেতা রতনপুরা। গ্রাফিক ডিজাইন ছিল তাঁর এই প্রতিযোগিতার বিষয়। ওয়ার্ল্ড স্কিল হল একধরণের বৃত্তিমূলক প্রতিযোগিতা যা তরুণ ছেলেমেয়ে, শিল্প, সরকার, শিক্ষা ইত্যাদিকে একত্রিত করে তাদের বিভিন্ন ব্যবসায়িক দক্ষতা বাড়াতে সাহায্য করে।
ভারতীয় প্রতিনিধিত্বকারীরা সব মিলিয়ে মোট ১৯টি পুরস্কার জিতেছেন। তার মধ্যে ১৫টি শ্রেষ্ঠত্বের পুরস্কার সহ একটি সোনা, একটি রূপো এবং দুটো ব্রোঞ্জ জিতেছে ভারতীয় দল। মোট ৬৩টি দেশ থেকে ১৩৫০ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।
এই ধরণের প্রতিযোগিতায় ভারতের জয় আবারও চমকে দিল বিশ্ববাসীকে। অনান্য প্রতিযোগিতার পাশাপাশি ভারতের মাথায় যুক্ত হল আরও একটি নতুন মুকুট।