ফরেস্ট গ্রিন রোভার্স (Forest Green Rovers)। হ্যাঁ, ইংল্যান্ডেই অবস্থিত এই ফুটবল ক্লাব। তবে দুই ম্যাঞ্চেস্টার, চেলসি, আর্সেনালের মতো ক্লাবের সঙ্গে কখনোই একবাক্য উচ্চারিত হয় না ফরেস্ট গ্রিন রোভার্সের নাম। তবে কেন কথা হচ্ছে এই অখ্যাতনামা ক্লাবকে নিয়ে? কারণ ইংল্যান্ডের লিগ ওয়ান খেলা এই ক্লাবটিই বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ ফুটবল ক্লাব। ব্রিটিশ সরকার বা কোনো অলাভজনক সংস্থা নয়, ফরেস্ট গ্রিন রোভার্সকে এই তকমা দিয়েছে স্বয়ং জাতিসংঘ।
গ্লুচেস্টারশায়ারে নেইলসওয়ার্থে অবস্থিত এই ক্লাবটির রক্ষণাবেক্ষণে ব্যবহৃত হয় না কোনো কীটনাশক। সম্পূর্ণ জৈব উপায়েই নিয়ন্ত্রণ করা হয় সেখানকার পিচের ঘাস। এমনকি ক্লাবের গোটা স্টেডিয়ামটিকেই ঘিরে রেখেছে সবুজ অরণ্য। ক্লাবে খেলোয়াড় হিসাবে যোগ দেওয়ার প্রথম শর্ত হল, ভেগান হতে হবে ফুটবলারকে। অর্থাৎ, আমিষ তো বটেই, সম্পূর্ণ ভেষজ ডায়েট তাঁদের। সেই তালিকায় থাকে না দুধ, ডিম, মধুর মতো কোনো প্রাণীজ খাবার। এখানেই শেষ নয়, ম্যাচের দিনে ফুটবল অনুরাগী এবং দর্শকদের জন্যও উপলব্ধ থাকে কেবল মাত্র ভেষজ স্ন্যাকস।
তবে এখানেই শেষ নয়। পরিবেশের পক্ষে ফরেস্ট গ্রিন রোভার্সের এই লড়াই শুরু হয়েছিল ২০১৮ সাল থেকেই। সে-সময় থেকেই টিম বাস বর্জন করে ব্রিটিশ ফুটবল ক্লাবটি। বরং, এক স্টেডিয়াম থেকে অন্য স্টেডিয়ামে যাওয়ার জন্য সে-সময় ফুটবলার ও অন্যান্য সহকারীরা ব্যবহার করতেন গণপরিবহন। লক্ষ্য, কার্বন নির্গমন নিয়ন্ত্রণে আনা। পরবর্তীতে ধীরে ধীরে অর্থায়নে বদলায় পরিস্থিতি। বর্তমানে ইংল্যান্ডের একমাত্র ফুটবল ক্লাব হিসাবে তাদের দখলে রয়েছে কার্বন নির্গমন-শূন্য ইলেকট্রিক বাস। নিজেদের স্টেডিয়ামে শক্তি চাহিদা মেটাতেও সম্পূর্ণভাবে সৌর প্যানেলের ওপরেই ভরসা করে ফরেস্ট গ্রিন রোভার্স।
ফরেস্ট গ্রিন রোভার্স শুধুমাত্র বিশ্বের প্রথম ভেগান ফুটবল ক্লাবই নয়, সবুজতম ক্লাবও বটে। এমনটাই জানাচ্ছে খোদ রাষ্ট্রপুঞ্জ। কিন্তু সত্যিই কি ছোট্ট এই ফুটবল ক্লাবের পদক্ষেপ কোনো প্রভাব ফেলবে জলবায়ু পরিবর্তন ও দূষণ নিয়ন্ত্রণে? উত্তর, না। বিশ্বব্যাপী দূষণের নিরিখে এই আন্দোলন, প্রেচেষ্টা সেভাবে হয়তো কোনো প্রভাবই ফেলবে না। তবে ফরেস্ট গ্রিন রোভার্সের এই উদ্যোগ সচেতনতা বৃদ্ধি করছে সাধারণের মধ্যে। অনুপ্রাণিত করছে অন্যান্য ফুটবল ক্লাবগুলিকেও। যেমন গত বছরই তাদের অনুপ্রেরণায় কার্বন-শূন্য ফুটবল ম্যাচের আয়োজন করেছিল আরেক ব্রিটিশ ফুটবল ক্লাব টটেনহাম হটস্পার। এভাবেই ধীরে ধীরে ৭৫ শতাংশ কার্বন নির্গমন কমিয়ে আনা সম্ভব বলেই দাবি করছেন অখ্যাতনামা ব্রিটিশ ক্লাবটির কর্তৃপক্ষ…
Powered by Froala Editor