‘ফ্যান চাই, ফ্যান চাই’— একটা সময় শহর কলকাতা তো বটেই, মফস্বল ও গ্রামেও এই কথাটা শোনা যেত। প্রতিটা রাস্তা, গলি, বাড়ির দরজা সব জায়গাতেই ক্ষুধার্ত মানুষের ভিড়। মানুষ তো নয়, একরাশ কঙ্কালসার চেহারা। সেই মুহূর্তগুলোর কথা আমরা ইতিহাসের পাতায় এবং ছবিতে দেখেছি। যদি আজ, এই সভ্যতার অগ্রগতির শিখরে দাঁড়িয়ে যদি এই দৃশ্য আবার আমাদের সামনে উঠে আসে? স্টিরিওটাইপ নয়; ঠিক এমনটাই বলছে রাষ্ট্রসংঘ। ভয়ংকর খাদ্য সংকটের মুখে দাঁড়িয়ে গোটা বিশ্ব। আর সেটাই হবে বিগত অন্তত ৫০ বছরের সবচেয়ে ভয়ানক সংকট…
রাষ্ট্রসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার ভয়ংকর পরিস্থিতিতে গোটা বিশ্বেই মারাত্মক প্রভাব পড়েছে। চাকরি, উপার্জন নিয়ে সব জায়গায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। নতুন করে ছাঁটাই শুরু হয়েছে। তবে সবথেকে খারাপ জায়গায় যেতে চলেছে আফ্রিকা ও এশিয়ার উন্নয়নশীল তৃতীয় বিশ্বের দেশগুলো। যাদের মধ্যে রয়েছে ভারতও। এসব দেশে অর্থনীতি, রোজগার, কাজ সব দিক থেকেই প্রভাব পড়তে চলেছে। আর এসবেরই ফল পড়তে চলেছে গৃহস্থের পাতে।
খাদ্য উৎপাদন ও বণ্টন ব্যবস্থায় একটা বড়ো রকমের ঘাটতি এই লকডাউনে পড়েছে বলে মনে করছে রাষ্ট্রসংঘ। আর তার ফলেই বিশাল বড়ো খাদ্য সংকটের দিকে হাঁটছে পৃথিবী। যা কিনা গত ৫০ বছরের সবচেয়ে ভয়ংকর খাদ্য সংকট হবে। এখনই যদি দেশগুলোর প্রশাসন হাল না ধরে, ব্যবস্থা না নেয় তাহলে অদূর ভবিষ্যতে আরও বড়ো মৃত্যু মিছিল দেখতে চলেছি আমরা।
Powered by Froala Editor