বিভিন্ন রকমের পশুদের নিয়ে চারপাশে অল্প-অল্প করে সচেতনতা বাড়লেও, বাদুড় এবং বাদুড় জাতীয় প্রাণী বাঁচানোর জন্য প্রথম পদক্ষেপ নিল ইউনাইটেড কিংডমের ওরচেস্টারশায়ার।
সাধারণ স্ট্রিট ল্যাম্পের আলোর কারণে কিছু বাদুড় রাস্তা পার হতে পারে না। এছাড়াও ল্যাম্পের সাদা আলো গাছগাছালির ভেতর থেকে পোকামাকড় টেনে আনার কারণে, বদলে যায় বাদুড়ের সাধারণ খাদ্যাভ্যাসও। বাদুড়দের এই সমস্যাগুলোর সমাধানের জন্যই ওয়ার্নডন উড রিজার্ভের মধ্যে দিয়ে টানা ৬০ মিটারের রাস্তা লাল আলোতে মুড়ে দিল ওরচেস্টারশায়ার কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, লাল এই আলো মানুষ বা পশুপাখি – কারোর শরীরের পক্ষেই ক্ষতিকারক নয়। আর এতে বাদুড়ের দৃষ্টির যে সুবিধা হবে, তা বলাই বাহুল্য।
এভাবে মানুষ যদি পশুদের সুবিধা-অসুবিধার ক্ষেত্রে সবসময় চিন্তা করত, তাহলে অনেককিছু বদলে যেত। শুরু তো হয়েছে, এখন এই যত্নশীলতা বজায় রাখাই প্রধানতম চ্যালেঞ্জ...