১৪০০০ বছর আগেও, লোমশ গণ্ডারের বিলুপ্তি ঘটেছিল উষ্ণায়নের কারণেই

জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন সম্প্রতি সারা পৃথিবী জুড়েই আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। এই বদলে যাওয়া পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পেরে বিলুপ্তির পথে চলে যাচ্ছে অনেক প্রাণী। কিন্তু আজ থেকে ১৪ হাজার বছর আগে হারিয়ে যাওয়া কোনো প্রাণীর বিলুপ্তির পিছনেও আছে একই কারণ? শুনতে অবাক লাগলেও সম্প্রতি একদল বিজ্ঞানীর গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। তাঁদের দাবি, সাইবেরিয়ার লোমশ গণ্ডারের বিলুপ্তির কারণ মানুষের শিকারি প্রবৃত্তি নয়। বরং হঠাৎ পৃথিবীর গড় উষ্ণতা বেড়ে যাওয়াতেই সংকটে পড়েছিল এই প্রাণী।

সম্প্রতি রাশিয়া এবং সুইডেনের একদল বিজ্ঞানীর গবেষণা বলছে, বিশ্ব উষ্ণায়নের ঘটনা কোনো আধুনিক বিষয় নয়। আজ থেকে প্রায় ১৫-২০ হাজার বছর আগে যখন পৃথিবী থেকে বিদায় নিয়েছে তুষার যুগ, তখনও হঠাৎ বেড়ে গিয়েছিল উষ্ণতা। আর এর পিছনে মানুষের কোনো হাত ছিল না। মাটির নিচে পাওয়া বেশ কিছু লোমশ গণ্ডারের জীবাশ্ম থেকে প্রাপ্ত ডিএনএ নমুনা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তনকেই এই প্রাণীর বিলুপ্তির কারণ বলে চিহ্নিত করছেন তাঁরা। আর বৃহস্পতিবার কারেন্ট বায়োলজি পত্রিকায় সেই গবেষণার তথ্য জানা যায়।

আজ থেকে প্রায় ৩০ হাজার বছর আগে সাইবেরিয়ায় মানুষের বসবাস শুরু হয়। তার অনেক আগে থেকেই বাস করত লোমশ গণ্ডারের দল। কিন্তু এর মোটামুটি ১৪ হাজার বছরের মধ্যেই ক্রমশ এদের সংখ্যা কমতে থাকে। আর তাই এতদিন পর্যন্ত মানুষের শিকারি প্রবৃত্তিকেই দায়ী করেছিলেন বিজ্ঞানীরা। কিন্তু সেই ধারণাকে নাকচ করতে চাইছে সাম্প্রতিক গবেষণা। মানুষের শিকারি প্রবৃত্তি গণ্ডারের সংখ্যা অনেকটাই কমিয়েছে ঠিকই, কিন্তু তার পরেও এক ধরনের পারস্পরিক সম্পর্ক গড়ে উঠেছিল। আর তাছাড়া ডিএনএ থেকে প্রাপ্ত তথ্যও এই মতকেই সমর্থন করছে।

Powered by Froala Editor

আরও পড়ুন
কৃত্রিমভাবেই ফেরানো হবে বিলুপ্ত সুমাত্রার গণ্ডার, উদ্যোগ মালয়েশিয়ার বিজ্ঞানীদের