ভাঙল অচলায়তন, এখন থেকে অমৃতসরের স্বর্ণমন্দিরে গাইতে পারবেন নারীরাও

এগিয়েছে বিজ্ঞান। মানুষের চিন্তাভাবনারও পরিবর্তন হচ্ছে ক্রমশ। লিঙ্গ সমতার পক্ষে দিকে দিকে আওয়াজ উঠছে প্রতিনিয়ত। তার মধ্যেই এল এক সুখবর। এবার থেকে অমৃতসরের স্বর্ণমন্দিরে মহিলারাও ঈশ্বরের উদ্দেশ্যে গান গাইতে পারবেন। 

এখন থেকে স্বর্ণমন্দিরে গান গাওয়ার ক্ষেত্রে পুরুষ-নারীর আর কোনো বিভেদ নেই। পাঞ্জাব অ্যাসেম্বলি সম্প্রতি অকাল ত্যক্ত এবং শিরোমণি গুরুদ্বারা পরবন্ধককে এই সিদ্ধান্তটি গ্রহণের জন্য অনুমতি প্রদান করে। 

শিখদের গুরু নানক চিরকাল জাতিভেদ প্রথা ও লিঙ্গ প্রভেদের বিরুদ্ধে লড়াই করে এসেছেন। তাঁকে স্মরণ করেই এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয় বলে জানিয়েছেন সে রাজ্যের মন্ত্রী রাজিন্দর সিং বাজওয়া। 

এতদিন মন্দিরে কেবল মাত্র পুরুষদেরই কীর্তন গাইবার অধিকার ছিল। কিন্তু শিখদের ধর্মে কোনো কালেই পুরুষ নারীর এই প্রভেদ ছিল না। লিঙ্গ-জাতি নির্বিশেষে এই মন্দিরে যে কেউ গান গাইতে পারেন। দেরি হলেও অবশেষে সে-স্বপ্ন সত্যি হল নারীদের জন্যে।

Latest News See More