পৃথিবীতে প্রতিটি মানুষের চেহারা স্বতন্ত্র। কিছু ক্ষেত্রে অবশ্য যমজ ভাইবোনদের চেহারা একরকম হয়। এমন যমজ সন্তানের কথা শোনা যায় মাঝেমধ্যে। তিনজন যমজ সন্তানও একেবারে বিরল নয়। তবে একসঙ্গে চারজন একই চেহারার শিশুর জন্মও কি সম্ভব! চিকিৎসকদের মতে এমন ঘটনা একেবারেই বিরল। ১১ মিলিয়ন যমজ শিশুর মধ্যে মাত্র একটি ক্ষেত্রে এমন ঘটনা ঘটতে পারে। এখনও অবধি ইতিহাসে মাত্র ৭২টি এমন ঘটনার তথ্য জানা যায়। আর এই বিরল ঘটনাই ঘটল আমেরিকার দালাস শহরে।
মার্চ মাসের মাঝামাঝি টেক্সাস হেল্থ প্রেসবিটারিয়ান হসপিটালে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন জেনি মার। চিকিৎসকদের দাবি, জেনি বা তাঁর স্বামী ক্রিস মার, কারোর পরিবারেই একাধিক সন্তান প্রসবের কোনো ইতিহাস নেই। তারপরেও কেন এমন ঘটনা ঘটল, সে-বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি তাঁরা। মার্চ মাসে এই ঘটনা ঘটলেও তা প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে গত মঙ্গলবার মা এবং সন্তানেরা প্রত্যেকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে গেলে সাংবাদিকদের কাছে এই ঘটনা প্রকাশ করা হয়।
জেনি এবং ক্রিসের আগে কোনো সন্তান জন্মায়নি। প্রথম থেকেই জেনির শরীরে বেশ কিছু জটিলতা দেখা দিচ্ছিল। শেষ পর্যন্ত মাত্র ২৮ সপ্তাহের মাথায় প্রসব প্রক্রিয়া সম্পন্ন করতে বাধ্য হন চিকিৎসকরা। আর তারপরেই জানা যায় জটিলতার প্রকৃত কারণ। জন্মের পরে চারজন সন্তানের শারীরিক অবস্থাই বেশ খারাপ ছিল। তবে প্রায় দুমাস হাসপাতালে থেকে ক্রমশ সুস্থ হয়ে উঠেছে তারা। তাদের শরীরের ওজনও এখন বিপদসীমার উপরে। অতএব এবার ঘরে ফিরে নিজেদের বিরল জীবন শুরু করতে চলেছে হাডসন, হ্যারিসন, হেনরি এবং হার্ডি। হ্যাঁ, এতক্ষণ বলা হয়নি। চার সন্তানের চেহারার মতোই তাদের নামের মধ্যেও মিল রেখেছেন জেনি-ক্রিস।