রাস্তার অসহায় কুকুরদের বাড়ি এনে সারিয়ে তোলেন এই ‘মিরাকেল ওয়ার্কার’

রাস্তায় পছন্দের পোষ্যকে দেখলে বাড়ি নিয়ে আসতে চান অনেকেই। অসুস্থ পোষ্যকে পেলে বাড়ি এনে সুশ্রূষা করেন অনেকেই। কিন্তু অঙ্গ হারানো পোষ্য? যাদের চলার ক্ষমতা নেই তাদের? এমন কুকুরদেরই বাড়িতে এনে সারিয়ে তোলেন ক্লেয়ার লুই নিক্সন। এ-জন্যে পেয়েছেন ‘মিরাকেল ওয়ার্কার’ তকমাও। ৪৮ বছর বয়সি ক্লেয়ারের বাড়িতে আছে ২৭টি কুকুর, যাদের কেউ ল্যান্ডমাইন বিস্ফোরণে পা হারিয়েছে, কেউ আবার রাস্তায় অযত্নে অবহেলায় মৃত্যুর সঙ্গে লড়েছে।

নিজের হাতে পরম যত্নে তাদের হুইলের ব্যবস্থা করে দিয়েছেন ক্লেয়ার। করেছেন ফিজিক্যাল থেরাপিও। নিজের বাড়িতেই স্বামী গ্যারি ও মেয়ে রিয়া লুই-এর সঙ্গে সেমি ডিটাচড হাউসে কুকুরদের সঙ্গে থাকেন তিনি। এই কুকুরদের মধ্যে কেউ কেউ প্যারালাইজড, কাউকে কাউকে ডায়াপার পরিয়েও রাখতে হয়। এদের বাগিতে করে ঘুরতে নিয়ে যান ক্লেয়ার। যেসব কুকুর হাঁটতে পারে না, তাদের বিশেষ চাকার সাথে যুক্ত করে বাইরে নিয়ে যাওয়া হয়।

পরিস্থিতির সঙ্গে মিলিয়ে রেখেছেন কুকুরদের নামও। একটি কুকুরের নাম শার্লক হোমস। বুদ্ধিমান ও কৌতূহলী শার্লক সিকিউরিটি গার্ডের গুলি খেয়েছিল। 'আই অ্যাম স্টিল স্ট্যান্ডিং' গানের গায়ক এলটন জনের নামেও আছে এক পোষ্য। গাড়ির ধাক্কায় এই পোষ্যটির মেরুদণ্ড নষ্ট হয়ে গেছিল। কিন্তু ক্লেয়ারের সুশ্রূষায় সে এখন সামান্য হাঁটাচলা করতে পারে।

পোষ্য এই প্রাণীগুলোর সুশ্রূষার জন্য 'হুইলস টু প'(wheels to paw) সংগঠনের মাধ্যমে ফান্ড তোলেন ক্লেয়ার। কাজ যথেষ্ট পরিশ্রমের হলেও, অবলা জীবগুলির ভালোবাসার কাছে সব পরিশ্রমই তুচ্ছ মনে হয় তাঁর।

ছবি ঋণ - wamiz.co.uk

Latest News See More