২০২০ সাল সারা পৃথিবীর ইতিহাসে এক অভিশপ্ত বছর। অতিমারী করোনা আর লকডাউনের দোসর হয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে নানা সামাজিক সমস্যাও। আর তেমনই এক জলজ্যান্ত সমস্যার প্রতিফলন দেখা গেল ভারতের জাতীয় মহিলা কমিশনের বার্ষিক রিপোর্টে। জানা গিয়েছে, সারা বছরে দেশের নানা প্রান্ত থেকে মোট ২৩৭২২টি অভিযোগ জমা পড়েছে। আর পূর্ববর্তী ৫ বছরের পরিসংখ্যানের থেকে এই সংখ্যাটা অনেকটাই বেশি।
মহিলা কমিশনের রিপোর্টে দেখা গিয়েছে, প্রায় এক-চতুর্থাংশ ক্ষেত্রেই মহিলাদের নানারকম মানসিক হেনস্থার শিকার হতে হয়েছে। আর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সমস্যাটা আরও ভয়ঙ্কর। সারা বছরে ৫ হাজারের বেশি বৈবাহিক হিংসার ঘটনা ঘটেছে। এর মধ্যে পারিবারিক ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ তো আছেই। পরিসংখ্যান বলছে, মহিলাদের বিরুদ্ধে হিংসার ঘটনায় প্রথম স্থানে আছে উত্তরপ্রদেশ। সারা বছরে সে-রাজ্যে অভিযোগ জমা পড়েছে ১১৮৭২টি। এমনকি ছোটো রাজ্য দিল্লি, তার অবস্থানও দ্বিতীয় স্থানে। সেখানে সারা বছরে ২৬৩৫টি অভিযোগ জমা পড়েছে।
২০১৪ সালে মহিলা কমিশনের কাছে জমা পড়া অভিযোগের সংখ্যা এখনও অবধি সর্বোচ্চ। সেবছর ৩৩৯০৬টি অভিযোগ জমা পড়েছিল। এরপর ক্রমশ সচেতনতা গড়ে ওঠার ফলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। কিন্তু ২০২০ সালে আবার মাথাচাড়া দিয়ে ওঠে মহিলাদের বিরুদ্ধে হিংসার ঘটনা। এর জন্য অবশ্য লকডাউন এবং অর্থনৈতিক অচলাবস্থাকেই দায়ী করছেন কমিশনের সদস্যারা। দীর্ঘ প্রচার কর্মসূচির পরেও যে মানুষের মানসিকতার তেমন পরিবর্তন সম্ভব হয়নি, সেটাই আরেকবার প্রমাণ করে দিল চলতি বছরের পরিসংখ্যান।
Powered by Froala Editor