স্ত্রী-কে কাঁধে নিয়ে দৌড় স্বামীর, বাস্তবের ‘দম লাগাকে হাইসা’ রয়েছে এই দেশেই

‘দম লাগাকে হাইসা’ সিনেমাটির কথা মনে পড়ে? আয়ুষ্মান খুরানা-ভূমি পেডনেকার অভিনীত এই সিনেমাটি রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল বলিউডে। যেমন গান, তেমন অভিনয়; তেমনই তার গল্পের গঠন। যদি দেখেন, তাহলে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে দম লাগাকে হাইসা প্রতিযোগিতার কথা! যেখানে স্বামীকে তাঁর স্ত্রীকে কাঁধে তুলে নিয়ে দৌড়োতে হবে। সোজা রাস্তা নয় কিন্তু; সেখানে থাকবে নানা বাধা, নানা রকমের কাজ। এই তো মনে পড়েছে আপনার। তবে এসব কেবল রুপোলি পর্দার ঘটনা নয়। বাস্তবেও আয়োজিত হয় এমন ‘দম লাগাকে হাইসা’ প্রতিযোগিতা…

তবে ভারতে নয়, সাক্ষী থাকতে হলে আপনাকে যেতে হবে সুদূর ফিনল্যান্ডে। বহু বছর ধরে সেখানে অনুষ্ঠিত হয়ে আসছে এমন প্রতিযোগিতা। নাম ‘ইউকনকান্তো’। খেলার নিয়মটি অবিকল একইরকম। স্ত্রীকে কাঁধে তুলে স্বামীকে প্রায় ২৫৪ মিটার পথ দৌড়তে হবে। সোজা রাস্তা নয় একেবারেই; মাঝখানে থাকবে অনেকরকম বাধাবিপত্তি। জলের মধ্যে দিয়েও ছুটতে হবে। এরকমভাবে যে সবার আগে শেষ করবে, সে-ই জিতবে। 

ঠিক কবে এই খেলা শুরু হয়েছিল, তা নিয়ে অল্পবিস্তর মতভেদ আছে। মনে করা হয়, ১৮০০ শতকের শেষের দিকে হেরক্কো রসভো-রনকাইনেন নামে এক ডাকাতের হাত ধরে এই খেলার জন্ম হয়। প্রচলিত মত অনুযায়ী, রনকাইনেন এবং তার দলের লোকেরা যখন গ্রামগঞ্জ লুঠ করতে আসত তখন যে কেবল পয়সা-কড়ি নিত তা নয়। সেইসঙ্গে ওই গ্রামের মহিলাদেরও কাঁধে তুলে নিয়ে চম্পট দিত। মনে করা হয়, এখান থেকেই একটু একটু করে খেলাটির জন্ম হয়। তবে অন্য মতও আছে। প্রবাদ আছে, রনকাইনেন তার দলের লোকেদের শারীরিক জোর বাড়ানোর জন্য ভারী ভারী বস্তা কাঁধে বসিয়ে দৌড় করাত। এই বস্তাই পরবর্তীকালে মহিলায় পরিণত হয়, এবং জন্ম হয় ইউকনকান্তো’র… 

প্রত্যেক খেলারই নিয়ম থাকে। এই খেলাও তার ব্যতিক্রম নয়। প্রধানত দম্পতিরাই এই খেলায় অংশ নেন। স্ত্রীকে কাঁধে তুলে স্বামী দৌড় দেন। তবে যদি বিয়ে না হয়! তাহলে মহিলা প্রতিবেশীদের মধ্যে কাউকে নিয়ে খেলতে হবে। অবশ্যই উভয় পক্ষের সম্মতি থাকবে। তবে যেমন তেমন হলে হবে না; মহিলা প্রতিযোগীকে অন্তত ৪৯ কেজি ওজনের হতেই হবে। তারপর তাকে নিয়ে ছুটতে হবে পুরুষ প্রতিযোগীকে। আরও আশ্চর্যের ব্যাপার জানেন? ১৯৯২ সাল থেকে প্রতি বছরই এই বিশেষ প্রতিযোগিতার বিশ্বকাপও আয়োজিত হয়। যারা জিতবে, তাঁদেরকে দেওয়া হবে বিয়ার। সব মিলিয়ে এ যেন বাস্তবের ‘দম লাগাকে হাইসা’। আপনিও একবার দেখবেন নাকি খেলে! 

আরও পড়ুন
সপ্তম গ্র্যান্ড প্রিক্স জয়, মাইকেল শুমাখারের রেকর্ড স্পর্শ করলেন লুইস হ্যামিলটন

Powered by Froala Editor