আরও বড়ো বিপদ ঘটাতে পারে করোনা, সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্ণধার

দুঃসময় এখনও পার হয়নি। আরও কঠিন সময়ের মধ্যে পড়তে চলেছি আমরা। পৃথিবীজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে এমনই সাবধানবাণী শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্ণধার টেড্রোস গেব্রিয়েসাস। তাঁর বক্তব্যকে ঘিরে স্বাভাবিকভাবেই নতুন করে শুরু হয়েছে আতঙ্ক। অবশ্য ঠিক কী কারণে তিনি এমন মন্তব্য করেছেন, সেকথা স্পষ্ট করে জানাননি টেড্রোস। তবে অনেকেই মনে করছেন সম্প্রতি পৃথিবীর অনেক দেশেই লকডাউন ক্রমশ শিথিল করা নিয়েই এমন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

দীর্ঘ লকডাউনের জেরে ইতিমধ্যে বিপর্যস্ত জনজীবন। ভেঙে পড়েছে আন্তর্জাতিক অর্থনীতিও। এমন পরিস্থিতিতে লকডাউন সাময়িকভাবে শিথিল করার কথা জানিয়েছে অনেক দেশই। ভারতবর্ষেও এই মাস থেকেই বেশ কিছু কারখানায় উৎপাদন প্রক্রিয়া শুরু করার কথা জানানো হয়েছে। সেক্ষেত্রে আবার কর্মক্ষেত্রে ফিরতে হবে শ্রমিকদের। অথচ করোনা ভাইরাসের সংক্রমণের উপর এখনও রাশ টানতে পারেননি কেউই। বহু গবেষণার পরেও মেলেনি উপযুক্ত চিকিৎসার সন্ধান। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। ফলে পরিস্থিতি কীভাবে স্বাভাবিক হবে, এই নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি চিন্তিত রাষ্ট্রনেতারাও। এমন সময়েই করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন টেড্রোস।

এইদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বেশ কিছু বিতর্কিত বিষয় নিয়ে মুখ খুলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্ণধার। সম্প্রতি সংস্থার বিরুদ্ধে গোপনীয়তার অভিযোগ তুলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অভিযোগ যে সম্পূর্ণ অমূলক, সেকথা অকপটে জানান টেড্রোস। তিনি জানান সংস্থায় আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের প্রতিনিধি আছেন। কোনো তথ্য গোপন করা হয়েছে কিনা সেবিষয়ে তাঁরাই বলতে পারবেন। সেইসঙ্গে তিনি একথাও জানান, করোনা ভাইরাস সমগ্র মানবজাতির উপর এক আকস্মিক অভিঘাত। এবং এই ভাইরাসকে মানবজাতির এক নম্বর শত্রু বলেও চিহ্নিত করেন তিনি। আর তাই সমস্ত মানুষের এক্ষেত্রে আরও সচেতন এবং সাবধান পদক্ষেপ প্রত্যাশিত। ফলে লকডাউন শিথিল করার প্রস্তাবে যে তাঁর সায় নেই, সেকথা স্পষ্ট হয়ে যায়।

কিন্তু এভাবেই বা আর কতদিন চলবে? ভাইরাসের সংক্রমণের জেরে যেমন বহু মানুষের মৃত্যু ঘটছে, তেমনই বেহাল অর্থনীতির শিকারে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। ফলে পরিস্থিতি মোকাবিলা করার উপযুক্ত পদ্ধতিটি যে ঠিক কী, এই নিয়ে চিন্তার ক্ষেত্রে জটিলতা আরও এক ধাপ বাড়ল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

Latest News See More