কিছুদিন আগে, ছট পুজোর সময় যমুনা নদীর ছবি ভাইরাল হয়েছিল। নদীর জল ভরে উঠেছিল বিভিন্ন কলকারখানা থেকে নির্গত সাদা ফেনায়। এ-দৃশ্য সাম্প্রতিক কালের মধ্যে প্রথমবার দেখা গেছিল সেখানেই। এবার বাদ গেল না চেন্নাইয়ের বিখ্যাত মেরিনা বিচও। ঘন সাদা ফেনায় ভরে উঠল সমুদ্রের তীর।
আদিয়ার নদীর বিষাক্ত জল মিশে এমন ঘটনা ঘটেছে, এমনটাই মত বিশেষজ্ঞদের। তবে এমন ঘটনা প্রকৃতির পক্ষে ক্ষতিকারক হলেও, মানুষের সেলফি তোলার বহর কমেনি। সমুদ্রতটের সাদা ফেনায় দেখা গেছে বাচ্চাদের খেলতেও।
মূলত আদিয়ার ও কোভাম নদীর জল মিশেই তৈরি হয়েছে এমন ফেনা। স্বাভাবিকভাবেই জেলেরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না। গত কয়েকদিন ধরে এমন অবস্থার পরেও বিশেষ কোনো হেলদোল দেখা যায়নি মানুষের মধ্যে। বিষাক্ত জল কালো আকার ধারণ করেছে ইতিমধ্যে।
নানা কারণেই জল দূষণ বাড়ছে। সমুদ্রে প্লাস্টিকের পরিমাণ ক্রমশ বাড়তে থাকায় কমছে জলজ প্রাণীদের সংখ্যা। কিন্তু ফেনা জমে যাওয়ার এমন ঘটনা খুব বেশি দেখা যায়নি সাম্প্রতিক কালে। এরপরও মানুষের সচেতনতা বাড়বে কিনা, তা নিয়ে চিন্তিত অনেকেই।