শারীরিক হোক বা মানসিক – প্রতিবন্ধকতা আদতে একটি ধারণা মাত্র। তা নিয়ে সচেতনতা তৈরি হচ্ছে আস্তে আস্তে। এবার প্রতিবন্ধকতাকে জয় করার হাতিয়ার হিসেবে চেন্নাই-এর ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি ফিনিক্স একটি 'স্ট্যান্ডিং হুইলচেয়ার' নিয়ে এল বাজারে। এই বিশেষ ধরণের হুইলচেয়ারের নাম রাখা হয়েছে 'অ্যারাইস। এই হুইলচেয়ারটি প্রতিবন্ধী মানুষদের বসা এবং দাঁড়ানো অবস্থায় স্বাধীনভাবে চলাচলে বিশেষ সাহায্য করবে। মাদ্রাজ আইআইটি-র শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতিতেই চেন্নাইতে এই বিশেষ হুইলচেয়ারটির উদ্বোধন করা হয়।
ভারতে এর আগেও স্ট্যান্ডিং হুইলচেয়ার পাওয়া যেত, কিন্তু সেগুলো বেশিরভাগই বিদেশি ও ব্যয়বহুল। সেগুলি থেকে এই নতুন হুইলচেয়ারগুলি গুনমানেও অনেক উন্নত। ফিনিক্স মেডিক্যালের ম্যানিজিং সিস্টেমের ডিরেক্টর ভি ভি শশী কুমার জানান, এই হুইলচেয়ারের দাম ১৫০০০ টাকা। বিভিন্ন আকারেও পাওয়া যাবে এই হুইলচেয়ারগুলি। ব্যবহারকারীর দেহের পরিমাপ অনুযায়ী বেছে নেওয়া যাবে সেট করা যাবে।
পাশাপাশি, যাঁরা মেরুদণ্ডের অসুখে ভুগছেন দীর্ঘদিন ধরে, তাঁদের ক্ষেত্রেও ভীষণ কার্যকরী ভূমিকা নেবে স্ট্যান্ডিং হুইলচেয়ারগুলি। এত কম মূল্যে এমন নির্মাণ সত্যিই প্রশংসনীয়।