গুজব এড়াতে যে পদক্ষেপ নিল হোয়াটসঅ্যাপ

দৈনন্দিন জীবনে ফোনে কিছুক্ষণ অন্যদের সঙ্গে কথা বলতে ভালোই লাগে, কিন্তু সর্বক্ষণ অন্যের মেসেজ বিরক্তিকর হয়ে উঠতে পারে। আর এইসব অসুবিধের কথা ভেবেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বেশ কিছু নতুন বৈশিষ্ট্য নিয়ে এল।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অ্যাপটির প্রাইভেসি সেকশনে দেওয়া হল ‘ফিঙ্গারপ্রিন্ট আনলক’। এই অপশনটির সুবাদে হোম স্ক্রিনের নোটিফিকেশন থেকে শুরু করে অ্যাপটির ভেতরের মেসেজ খোলা যাবে কেবলমাত্র ব্যবহারকারীর আঙুলের ছাপেই। অ্যাপল ব্যবহারকারীদের জন্য রয়েছে ফেস আইডির সুযোগ।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুল তথ্য বা গোলমেলে খবর ছড়িয়ে পড়া রোজকার ব্যাপার। এহেন পরিস্থিতি এড়াতে একটি মেসেজ ৫ বারের বেশি ফরওয়ার্ড করা হলেই ব্যবহারকারীদের সতর্ক করে দেওয়ার জন্য ওপরে চলে আসবে ‘ফ্রিকোয়েন্টলি ফরওয়ার্ডেড’ লেখা।

সময়ের অভাবে অনেক মানুষই আজকাল মেসেজ না লিখে সাধারণত ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দেন। কাজের চাপের মধ্যে প্রত্যেকটি ভয়েস ক্লিপের ওপর ক্লিক করা যে কষ্টকর তা সবাই মানতে রাজি। এসব অসুবিধের কথা ভেবেই, আরও একটি বিশেষ বৈশিষ্ট্য নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ। বিনা ক্লিক করেই পর পর প্লে হয়ে যাবে ক্লিপগুলি।

এছাড়াও, বিরক্তিকর গ্রুপ মেসেজ থেকে পালাতে চাইলে, গ্রুপ ইনভিটিশনে ‘নো-বডি’ অপশন দিয়ে দিলেই গ্রুপে যোগ করতে পারবে না অনান্য বন্ধু থেকে শুরু করে পরিবারের কোনো সদস্য।

এখনও পর্যন্ত গোটা বিশ্বে ১.৫ বিলিয়ন এবং ভারতে ৪০০ মিলিয়ন মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী। তাই, নতুন ধারায় প্রয়োজনীয় কিছু বৈশিষ্ট্য নিয়ে এই অ্যাপটি যে আবারও অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল ইউজার্সদের মন জয় করে নিয়েছে, তাতে কোনো সন্দেহই নেই।

Latest News See More