দিল্লির পর এবার কলকাতা। রাজ্য তথা পূর্বভারতের প্রথম প্লাজমা ব্যাঙ্ক তৈরি হল কলকাতা মেডিক্যাল কলেজে। গতকাল দুপুরেই তা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তবে সশরীরে হাজির না থেকে নবান্ন থেকে ডিজিটাল মাধ্যমেই তিনি উদ্বোধন করেন এই প্লাজমা ব্যাঙ্ক। করোনা মোকাবিলায় এই পদক্ষেপ যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে, তা বলাই বাহুল্য।
বেশ কিছুদিন আগেই ইতিহাসের সাক্ষী থেকেছিল কলকাতা মেডিক্যাল কলেজ। অত্যন্ত আশঙ্কাজনক রোগীর শরীরেও প্লাজমা থেরাপির সফল প্রয়োগ করেছিলেন মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা। কাজেই আশঙ্কাজনক রোগীদের সুস্থ করে তুলতেই দরকার পড়ছে প্লাজমার। আর তার জন্যই এই প্লাজমা ব্যাঙ্ক গঠনের পরিকল্পনা নিল রাজ্য সরকার। এই প্লাজমা ব্যাঙ্ক গড়ে তোলা হচ্ছে মেডিক্যাল কলেজের ইমিউনো-হেমাটোলজি বিভাগে।
এর পাশাপাশিই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বেলেঘাটা আইডিতে গড়ে তোলা হবে সংক্রমক রোগের উৎকর্ষ কেন্দ্র বা সেন্টার অফ এক্সসেলেন্স। যা রাজ্যে এই প্রথম। তার সঙ্গে স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে ৬টি নতুন পদের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এদিন কলকাতা মেডিক্যাল কলেজের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। করোনা আবহের শুরুর দিকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বেশ খানিকটা সমস্যায় পড়েছিল কলকাতা মেডিক্যাল। তবে সম্পূর্ণ কোভিড হাসপাতাল গঠনের পর সেই আড়ষ্টটা কাটিয়ে উঠেছে কলকাতা মেডিক্যাল কলেজ। এখন করোনা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই হাসপাতাল। এই কঠিন অবস্থাতেও আশা দেখাচ্ছে রাজ্যবাসীকে। মুখ্যমন্ত্রী জানান, এই হাসপাতালের পরিকাঠামো আরও মজবুত করতে লক্ষ্য রাখা হচ্ছে...
Powered by Froala Editor