গত কয়েকদিনে প্রায় ১০০-র বেশি করে বেড়েছে রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হলেন প্রায় ১২০০ মানুষ। প্রতিদিন তৈরি হচ্ছে নতুন রেকর্ড। পাশাপাশিই পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসের টেস্টে পজিটিভিটির হারও।
রাজ্যে এই মুহূর্তে দৈনিক টেস্টের সংখ্যা সাড়ে ১০ হাজারের কিছু বেশি। যা মহামারীর শুরুর থেকে অনেকটাই ওপরে। কিন্তু দৈনিক টেস্ট বাড়ানোর পরও উন্নতি হচ্ছে না অবস্থার। বরং দিনদিন আরও শোচনীয় হচ্ছে পরিস্থিতি। জুনের শুরু দিকে যেখানে পজিটিভিটির হার ছিল ৩-৪ শতাংশের মধ্যে। এখন তা লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে ১১ শতাংশের কাছে। অন্যদিকে কমেছে সুস্থতার হারও।
প্রতি ১০০টি করোনার নমুনা পরীক্ষায় পজিটিভের আনুপাতিক হারের ক্রমশ বৃদ্ধিই এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্যের কাছে। শুক্রবার রাজ্যের পজিটিভিটির হার ছিল ১১.৩ শতাংশ। যা দেশের সার্বিক হারের থেকে প্রায় ৩ শতাংশ বেশি। আরও ভয়ঙ্কর অবস্থায় কলকাতায়। মহানগরীতে এই অনুপাত বেড়েছে ৫০ শতাংশের কাছে।
করোনার এই ভয়ঙ্করতা ঠেকেতে ইতিমধ্যেই পুনরায় লকডাউনের পথে হেঁটেছে রাজ্য। কিন্তু তাতেও কি সমাধান হবে সমস্যার? এই প্রশ্নই ঘুরে ফিরে আসছে বিভিন্ন মহলে। চাপ বাড়ছে স্বাস্থ্য দপ্তরেও। করোনার টিকা না বেরনো অবধি পরিস্থিতি ঠেকিয়ে রাখাই এখন বড় চ্যালেঞ্জ চিকিৎসকদের কাছে। সেই সঙ্গে সাধারণ মানুষের সতর্কতাও কাম্য...
Powered by Froala Editor