করোনা প্রতিরোধে প্লাজমা ট্রিটমেন্টের ছাড়পত্র পশ্চিমবঙ্গে

দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। পশ্চিমবঙ্গও এই করোনা-সংকটের বাইরে নয়। চিকিৎসক থেকে গবেষক— সব জায়গায় নানাভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারই পদক্ষেপ হিসেবে কোভিড-১৯ চিকিৎসায় প্লাজমা ট্রিটমেন্টের ছাড়পত্র মিলল পশ্চিমবঙ্গে।

গোটা দেশের মধ্যে বাংলাতেই প্রথম এই সংক্রান্ত চিকিৎসায় সবুজ সংকেত দেখানো হল। কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) ভারতের বেশ কয়েকটা রাজ্যে এই বিশেষ ‘প্লাজমা ট্রিটমেন্ট’-এর কথা নিয়ে পৌঁছে যায়। এই চিকিৎসা যাতে শুরু করা যায়, তার কথাই বলা হয়। বাংলাই প্রথম এই ব্যাপারে ছাড়পত্র দেয় তাঁদের। বেলেঘাটা আইডি হাসপাতালে এই বিশেষ চিকিৎসার প্রাথমিক পর্যায়ের পরীক্ষা শুরু হবে। সিএসআইআর এবং আইডি হাসপাতালের ডাক্তাররা যৌথভাবে এই কাজ করবেন।

কিন্তু ব্যাপারটি আসলে কী? ডাক্তারি পরিভাষায় এই গোটা পদ্ধতিকে বলা হচ্ছে প্যাসিভ ইমিউনাইজেশন। যে সমস্ত করোনা আক্রান্ত রোগীরা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন, তাঁদের শরীরের প্লাজমা সংগ্রহ করে সেটাকে চিকিৎসায় লাগানোর কথা বলা হচ্ছে এখানে। ওই সংগৃহীত প্লাজমায় প্রয়োজনীয় অ্যান্টিবডি থাকবে, যা করোনা প্রতিরোধে সাহায্য করতে পারে। আপাতত গোটা পদ্ধতিটিই পরীক্ষার পর্যায়। যদি সাফল্য আসে, তাহলে তার থেকে বড়ো খবর তো আর কিছু নেই!

Latest News See More