দ্রুত গলছে হিমবাহ, ভবিষ্যতে সংকটে পড়বে স্বাদু জলের ভাণ্ডারও

পাহাড় থেকে নেমে আসছে জলের ধারা। তার ধারেই সেই কবে থেকে তৈরি হচ্ছে একের পর এক সভ্যতা। কিন্তু কখনও খেয়াল রেখেছি সেই জলের ভাণ্ডারের? বিজ্ঞানীরা বহু আগে থেকেই সতর্ক করে আসছেন আমাদের। তাঁদের সাম্প্রতিক গবেষণাও সেই ব্যাপারটাকেই উস্কে দিল আরও। তাঁরা বলছেন, যত দিন যাচ্ছে, স্বাদু জলের ভাণ্ডার তত কমছে। কারণ, পাহাড়ের ওপরের বরফের পরিমাণ ক্রমশ কমছে। বিশেষ করে, বিশ্বের বড় পর্বত শৃঙ্গ ও হিমবাহের অবস্থা শোচনীয় হয়ে পড়ছে।

সম্প্রতি বিখ্যাত ‘নেচার’ জার্নালে প্রকাশিত হয়েছে এই রিপোর্ট। সেখানেই উঠে এসেছে এই ভয়াবহ অবস্থা। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর বড় হিমবাহগুলি ক্রমশ ফাঁকা হচ্ছে। প্রতিনিয়ত কমছে জমে থাকা বরফের পরিমাণ। জল হয়তো বইছে, কিন্তু একটা সময় পর সেই প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে। থেমে যেতে পারে সভ্যতার যাত্রাও। কারণ আমাদের জীবনধারণের জন্য এখনও একমাত্র ভরসা এই স্বাদু জল। সেটার উৎসই যদি বন্ধ হয়ে যায়, তাহলে কেমন করে বাঁচব আমরা?

পরীক্ষার সময় এই হিমবাহ গলে যাওয়ার কারণ হিসেবে অনেক কথাই লিখেছি আমরা। কিন্তু সেগুলো কতটা বাস্তবায়িত করি, সে নিয়েই প্রশ্ন তুলেছেন পরিবেশবিদরা।

Latest News See More