ক্রমশ গরম হচ্ছে পৃথিবী। গলে যাচ্ছে বরফও। আর সেই মাত্রা প্রতিনিয়ত বাড়ছে। গবেষকদের সাম্প্রতিক সমীক্ষা সেই বিপদের দিকেই ইঙ্গিত করছে। রিপোর্ট বলছে, গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা, এই তিনটি নদীর জলস্তর বাড়ছে। ২১০০ সালে এই উচ্চতা বেড়ে ৮৫ থেকে ১৪০ সেমি পর্যন্তও হয়ে যেতে পারে!
ফ্রান্স এবং বাংলাদেশের গবেষকদের এই রিপোর্ট স্বভাবতই কপালে ভাঁজ ফেলেছে পরিবেশবিদদের। শুধু পরিবেশবিদ নয়, এতে সরাসরি প্রভাব পড়বে মানুষের জীবনেও। এই অঞ্চলেই রয়েছে পৃথিবীর সবথেকে বড় ব-দ্বীপ অঞ্চল, সুন্দরবন। জলস্তর বাড়লে, এই অঞ্চলের পুরো বাস্তুতন্ত্রই বদলে যাবে। রিপোর্টে আরও বলা হচ্ছে, এই জলস্তর বেড়ে যাওয়ার ঘটনা আরও দ্রুত হচ্ছে। প্রতি বছর ৩ মিলিমিটার করে বাড়ছে, যার পরিমাণ বাড়তে পারে পরে। কিছু জায়গায় বেড়েছে ৭ মিলিমিটার পর্যন্তও।
জলস্তর বাড়লে শুধু সুন্দরবন নয়, গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা এই তিনটি নদীর ধারের জনবসতিরও অনেক ক্ষতি হবে। অনেক জায়গা চিরতরে জলের নীচে চলে যাবে। ইতিমধ্যেই সমুদ্রের কিছু ব-দ্বীপ আংশিক বা সম্পূর্ণ হারিয়ে গেছে। এরকম ভাবে চললে আমাদের নিজেদের জায়গাও যে আর থাকবে না, আরও একবার ভিটেমাটি ছাড়া হতে হবে আমাদের, নষ্ট হবে কয়েক কোটি টাকার সম্পত্তি, সেটা আমরা বুঝতে পারছি না?