লকডাউনের আগেও তাঁকে দেখা যেত বিএসএনএল-এর দপ্তরে রাত্রিকালীন নিরাপত্তার দায়িত্বে। এমন তো বহু মানুষকেই দেখা যায় প্রতি রাতে। তবে গল্পটা এখানেই শেষ হল না। বাকিদের মতো থেমে থাকেননি তিনি। দীর্ঘ লড়াইয়ের শেষে আজ তিনি রাঁচি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের অধ্যাপক। সম্প্রতি তাঁর একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়ে উঠেছে রাতারাতি। কর্ণাটকের বাসিন্দা রঞ্জিত রামচরণের জীবনের লড়াইয়ের কাহিনি ছড়িয়ে পড়ছে মানুষের মুখে মুখে।
৯ এপ্রিল একটি ফেসবুক পোস্টে নিজের বাসস্থানের ছবি দিয়েছিলেন রঞ্জিত রামচরণ। সঙ্গে লিখেছিলেন, এই বাড়িতে একজন আইআইএম অধ্যাপক জন্মেছিলেন। হ্যাঁ, তিনি রঞ্জিত নিজেই। মাটির ছোট্ট ঘর, কাঁচা ছাদে জায়গায় জায়গায় ফুটো। ত্রিপলের আচ্ছাদন দিয়ে কোনোরকমে ঢাকা। তাতেও বর্ষার জল পুরোপুরি আটকানো যায় না। ছোটো থেকেই দারিদ্রের সঙ্গে লড়াই করে বড়ো হয়েছেন রঞ্জিত। তবে সেই লড়াইয়ের সঙ্গে সঙ্গেই মিশে ছিল অনেকটা স্বপ্ন। জীবনে সফল হওয়ার স্বপ্ন।
পানাথুর নিবাসী রঞ্জিতের বাবা একজন দর্জি। মা মহাত্মা গান্ধী নরেগা প্রকল্পে দিনমজুরের কাজ করেন। তাঁদের মতো পরিবারে উচ্চশিক্ষা যেন এক বিলাসিতা। রঞ্জিতকেও তাই মাধ্যমিক স্তরের পড়াশোনা শেষ করেই রোজগারের পথ খুঁজতে হয়েছিল। তবে তাঁর পড়াশোনা সেখানেই থামিয়ে দিলেন না। ভর্তি হলেন পিওয়াস টেন্থ কলেজে। সকালে কলেজের পড়াশোনা আর রাতে বিএসএনএল অফিসে ওয়াচম্যানের কাজ। এভাবেই চলল তিন বছর। স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে আইআইটি-তে ভর্তির সুযোগ পেলেন। কিন্তু সেখানে পড়াশোনা হবে ইংরেজি মাধ্যমে। মালায়ালম ছাড়া কোনো ভাষাতেই সাবলীল ছিলেন না রঞ্জিত। তাই ভেবেছিলেন, হয়তো এখানেই উচ্চশিক্ষার স্বপ্ন থেমে যাবে।
না, এখানেই গল্পটা শেষ হয়নি। পুরনো কলেজের এক অধ্যাপক রীতিমতো জোর করেই আইআইটি-তে ভর্তি করে দিলেন রঞ্জিতকে। সেইসঙ্গে শুরু হল ইংরেজি ভাষা শিক্ষাও। মাত্র দুবছর আগে ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন রঞ্জিত। আর তারপর কর্ণাটকের একটি কলেজে অতিথি অধ্যাপক হিসাবে পড়িয়েছেন কিছুদিন। তার মধ্যেই এসে গেল লকডাউন। সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল। তবে কিছুদিন আগেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের নতুন নিয়োগ প্রক্রিয়ায় জায়গা করে নিয়েছেন রঞ্জিত। এখন তিনি রাঁচি ক্যাম্পাসের স্থায়ী অধ্যাপক। রঞ্জিত রামাচরনের জীবন আরও একবার প্রমাণ করল, মানুষ নিজের স্বপ্নের পিছনে দৌড়লে কোনো প্রতিবন্ধকতাই তাঁকে আটকে রাখতে পারে না। তাঁর জীবন কাহিনি সত্যিই যেন এক রূপকথা।
আরও পড়ুন
হিন্দুদের পাঠশালায় প্রবেশ নিষেধ, মাদ্রাসাতেই পড়াশোনা মতুয়া ধর্মগুরুর!
Powered by Froala Editor
আরও পড়ুন
পরিবেশ রক্ষার আর্জি নিয়ে নির্বাচন যুদ্ধে বাঁকুড়ার অধ্যাপক