জলের অপচয় ঠেকাতে টাইম কলে বসবে মিটার

জলের অপর নাম যে জীবন, তা গোটা বিশ্বের মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। জল নিয়ে হাহাকার ভারতবর্ষের দক্ষিণ থেকে উত্তর, পশ্চিম থেকে পূর্বে-ও।

শহর কলকাতার একদিকে যেমন জলের অপচয়, তেমনি বহুজায়গায় পর্যাপ্ত জল না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে লোকজনের। তাই জলসঙ্কট মেটাতে উদ্যোগী হয়েছে কলকাতা প্রশাসন। জলের অপচয় বন্ধ করতে উত্তর কলকাতার ৬টি ওয়ার্ডে মিটার বসিয়েছে পুরসভা।

কেন্দ্রের এক সমীক্ষা অনুযায়ী, ভারতবর্ষে মেট্রোপলিটন শহরগুলিতে দিনে মাথাপিছু ১৫০ লিটার জলের দরকার। পুরসভা সূত্রে পাওয়া খবর, কলকাতা পুরসভা প্রতিদিন ২০২ কোটি জল উৎপাদন করে। সেই জল পুরোটাই বিতরণ করে দেওয়া হয়। অথচ শহরে প্রতিদিন জলের চাহিদা ৯৭ কোটি ৫০ লক্ষ লিটার। তাহলে বাকি জল কোথায় যাচ্ছে? শহরে জলের এই সঙ্কট নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে।

রাস্তার টাইম কলে অবিরাম বয়ে যাওয়া জল নিয়ে অভিযোগ রয়েছে। কলকাতার রাস্তায় ১৮০০০ পানীয় জলের কল রয়েছে। অনেকেই কল খোলা রেখে চলে যান, তাই মানুষকে সচেতন করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুরসভার একাংশের মতে, জলের অপচয়ই শহরে জলসঙ্কটের সৃষ্টি করেছে। তাই উত্তরের ৬টি ওয়ার্ডে সাড়ে তিনহাজার মিটার বসানো হয়েছে। এই ওয়ার্ডগুলিতে দুটো করে মিটার বসানো হয়েছে যাতে রাস্তার কলের পাশাপাশি বাড়িতেও কত লিটার জল ঢুকছে তা জানতে পারা যায়।

তাই পুরসভার এই দায়িত্বের পাশাপাশি সাধারণ মানুষের আরও সতর্ক হওয়া উচিৎ। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়লেই দেশের জল অপচয় কমবে বলে বিশ্বাস করা যায়।

Latest News See More