নিকারাগুয়ায় অগ্নুৎপাত, আতঙ্কিত সাধারণ মানুষ

দিনের ব্যস্ততা তখন শেষ হয়ে আসছে। কেউ কর্মক্ষেত্র থেকে রওয়ানা হয়েছেন বাড়ির দিকে। হঠাৎ এক বিস্ফোরণের শব্দ। আর তারপরেই কালো ধোঁয়া আর ছাইয়ে ঢেকে গেল চারদিক। মঙ্গলবার বিকালে এমন ঘটনারই সাক্ষী থাকলেন নিকারাগুয়ার চিনানদেগা শহরের মানুষ। কারণটা আর কিছুই না। স্যান ক্রিস্টোবাল আগ্নেয়গিরি আবারও অগ্নুৎপাত ঘটিয়েছে। বছরের শুরুতেই পরপর দুবার অগ্নুৎপাতের ঘটনায় আতঙ্কিত নিকারাগুয়ার মানুষ।

সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭৪৫ মিটার উঁচুতে স্যান ক্রিস্টোবাল নিকারাগুয়ার সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি। জীবন্ত আগ্নেয়গিরি হলেও তাকে ঘিরেই গড়ে উঠেছে চিনানদেগার মতো শহর। দুর্ঘটনা সেভাবে ঘটে না। কিন্তু চলতি বছরে ১৪ ফেব্রুয়ারি একবার অগ্নুৎপাত ঘটে গিয়েছে স্যান ক্রিস্টোবালে। আবারও ৯ মার্চ অগ্নুৎপাত ঘটায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাহলে কি সামনে বড়ো কোনো দুর্ঘটনা অপেক্ষা করছে?

মঙ্গলবার বিকালে একবার বড়ো বিস্ফোরণের পর বেশ কয়েকবার জ্বালামুখ থেকে ধোঁয়া বেরিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে সন্ধ্যার পর থেকে সবকিছু শান্ত। শুধু পরদিন সকালেও দৃশ্যমানতা ছিল শূন্যের কাছাকাছি। সবদিক ছাইয়ে ঢাকা। স্থানীয় মানুষরাই সেই ছাই সরিয়েছেন। অনেকে সরকারের কাছে পুনর্বাসনও দাবি করেছেন। কিন্তু নিকারাগুয়া সরকার জানিয়ে দিয়েছে, এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। 

Powered by Froala Editor

আরও পড়ুন
আগ্নেয়গিরির বিস্ফোরণে মৃত্যু প্রভু ও ক্রীতদাসের, ২০০০ বছর পর উদ্ধার দেহ!

Latest News See More