ট্রাম ও লঞ্চ মিলিয়ে সারাদিনের ‘বিবেকযাত্রা’, অভিনব উদ্যোগ পরিবহণ নিগমের

“বাংলার সংস্কৃতি ও ইতিহাস বিবেকানন্দকে ছাড়া ভাবাই যায় না। তাঁর স্মৃতির নিদর্শন দেখতে বিদেশিরাও আসেন। অথচ সমস্ত নিদর্শন একসঙ্গে ঘুরিয়ে দেখানোর কোনো ব্যবস্থা আগে ছিল না।” বলছিলেন পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের এক আধিকারিক। আর এই উদ্দেশ্যকে সামনে রেখেই আজ থেকে শুরু হচ্ছে নতুন প্রকল্প। ‘বিবেকযাত্রা’ নামের এই প্রকল্পে পর্যটকরা একসঙ্গে ঘুরে দেখতে পারবেন বিবেকানন্দের পৈত্রিক বাড়ি থেকে বেলুড়মঠ পর্যন্ত।

প্রতি রবিবার সকাল ১১টায় শুরু হচ্ছে এই যাত্রা। ধর্মতলা ট্রাম ডিপো থেকে বাতানুকূল ট্রাম প্রথমেই পৌঁছে যাবে সিমলা পাড়ায় বিবেকানন্দের পৈত্রিক বাড়িতে। সেখানে মিউজিয়াম ঘুরে দেখার পর এবং তথ্যচিত্র দেখার পর মধ্যাহ্নভোজের বিরতি। আবার দুপুর তিনটের সময় আর্মেনিয়াম ঘাট থেকে লঞ্চ রওয়ানা হবে বেলুড়মঠের উদ্দেশে। আবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আর্মেনিয়াম ঘাটে এসেই শেষ হবে যাত্রা।

পরিবহণ নিগমের এক আধিকারিকের কথায়, “যৌথ ট্রাম ও লঞ্চ সফরের এই উদ্যোগ এক নতুন ধরণের পরীক্ষামূলক ভাবনা। এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে আরও এমন ভাবনাচিন্তা করা হবে।” তাছাড়া মিউজিয়াম ও তথ্যচিত্রের টিকিট মিলিয়ে মাত্র ২০০ টাকায় ঘুরে দেখানো হবে সবকিছু। সামান্য ভাড়ায় এই উদ্যোগ সত্যিই অভিনব। করোনা আবহের পর পরিবহন ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর এমন নানা উদ্যোগ আগেও নজর কেড়েছে। পর্যটকদের পাশাপাশি কলকাতাবাসীর কাছেও এই উদ্যোগ জনপ্রিয় হয়ে উঠবে বলেই মনে করছেন পরিবহন নিগমের আধিকারিকরা।

Powered by Froala Editor

আরও পড়ুন
শিকাগো-জয় করে স্বামীজির প্রত্যাবর্তন, ১২৫তম বছরে বজবজ থেকে বিশেষ ট্রেনযাত্রা

Latest News See More