এই পৃথিবীর আলো কোনোদিন তাঁর চোখে পড়েনি। অথচ ক্যামেরার লেন্সে অনায়াসে বন্দি করে চলেছেন সেইসব আলোকোজ্জ্বল দৃশ্যকে। হ্যাঁ, জন্মাবধি দৃষ্টিহীন হয়েও হাতে তুলে নিয়েছেন ক্যামেরা। আর সারা পৃথিবীকে তিনি আরেকবার বুঝিয়ে দিলেন, মনের জোরের সামনে কোনোকিছুই প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে না। তিনি ইজিপ্টের ২২ বছরের তরুণী ইসরা ইসমাইল ()। ছোটো থেকেই গণমাধ্যম নিয়ে পড়াশোনা করে সাংবাদিকতা করার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু ছবি তোলাও যে সাংবাদিকতারই একটা অংশ। শেষ পর্যন্ত চিত্রগ্রাহক খালেদ ফারিদের সহযোগিতা পেয়ে হাতে তুলে নিলেন ক্যামেরা। আর এখন প্রায় সারাদিনই কেটে যায় আলেকজান্দ্রিয়া শহরের নানা দৃশ্যকে লেন্সবন্দি করে।
দৃষ্টিশক্তি ছাড়া কীভাবে ছবি তোলেন ইসরা? সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে সেই পদ্ধতিও পরিষ্কার করে দিয়েছেন তিনি। চোখে দেখতে না পেলেও স্পর্শ করে প্রতিটি বস্তুর গঠন এবং অবস্থান সম্পর্কে নিখুঁত ধারণা তৈরি করতে পারেন তিনি। আর মানুষ যদি একটি নড়াচড়াও করে, তাহলেও তাঁদের গলার স্বর শুনে দূরত্ব বুঝে নিতে পারেন। এই ক্ষমতাকে কাজে লাগিয়েই ছবি তোলেন ইসরা। আসলে খালেদ ফিরাদই শিখিয়েছিলেন পদ্ধতিটি।
ইসরা ইসমাইল তখন স্নাতক স্তরের একজন পড়ুয়া। ইচ্ছা ছিল গণমাধ্যম নিয়ে পড়াশোনা করবেন তিনি। কিন্তু কলেজে ভর্তি হতে গিয়ে জানতে পারেন, যে কয়েকটি বিষয়ে পরীক্ষা দিতে হবে তাঁকে, তার মধ্যে একটি হল ফটোগ্রাফি। আর প্রতিটা বিষয়ে পাশ করলে তবেই গণমাধ্যম নিয়ে পড়াশোনা করতে পারবেন তিনি। স্বপ্ন সেবারের মতো অধরাই থেকে যায়। কিন্তু মনে মনে জেদ চেপে যায় ইসরার। ফটোগ্রাফি তাঁকে শিখতেই হবে। অথচ যাঁর কাছেই শিখতে যান, তিনিই ঠাট্টা করেন। দৃষ্টিহীন কারোর পক্ষে ছবি তোলা সম্ভব নাকি?
ঠিক এই সময় খালেদ ফিরাদ তাঁকে ফটোগ্রাফি শেখাতে রাজি হলেন। ইসরা প্রথমে ভেবেছিলেন, তিনিও হয়তো মশকরা করছেন তাঁর সঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত সেই ভুল ভাঙল। এর আগে অনেককে ফটোগ্রাফি শিখিয়েছেন খালেদ। কিন্তু ইসরার শিক্ষক হয়ে ওঠা একটা অন্য চ্যালেঞ্জ। ইসরা ভেবেছিলেন, প্রথমে মোবাইল ফোনে ছবি তোলা দিয়েই হয়তো শুরু হবে। কিন্তু খালেদ প্রথমেই তাঁর হাতে ধরিয়ে দিলেন এসএলআর ক্যামেরা। আর তারপর শুরু হল দুজনের একসঙ্গে প্রতিকূলতাকে জয় করার কাজ। একটু একটু করে নানা পদ্ধতি খুঁজে বের করলেন তাঁরা।
আরও পড়ুন
'ইয়ং ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার' হিসেবে বিশ্বজয় ১০ বছরের ভারতীয়ের
এখন গণমাধ্যম নিয়ে কলেজে ভর্তি হয়েছেন ইসরা। স্বপ্নপূরণের প্রাথমিক ধাপটা পেরিয়েছেন সাফল্যের সঙ্গে। ইসরার এই লড়াই যেন এক রূপকথার কাহিনি।
আরও পড়ুন
ম্যানগ্রোভ ফটোগ্রাফি প্রতিযোগিতায় সেরা বাঙালি আলোকচিত্রী
Powered by Froala Editor
আরও পড়ুন
আজও ১৬০ বছরের পুরনো পদ্ধতিতেই ছবি তোলেন এই ফটোগ্রাফার