ভারতের টেস্ট ক্রিকেট, 'বিরাট যুগ' ও কিছু অবিস্মরণীয় কৃতিত্ব

/৯

গতবছরেই টি-২০ দলের অধিনায়কত্ব ছেড়েছিলেন তিনি। একদিনের দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। গতকাল দক্ষিণ আফ্রিকা সিরিজ হারের পর এবার ভারতের জাতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করলেন বিরাট কোহলি। তবে তাঁর অধিনায়কত্ব টেস্ট ক্রিকেটের দুনিয়ায় ভারতকে পৌঁছে দিয়েছিল এক অন্য উচ্চতায়। বিরাট তৈরি করেছিলেন একাধিক কিংবদন্তি। সেদিক থেকে দেখতে গেলে, বিরাটকে ভারতের সফলতম টেস্ট অধিনায়ক বললেও ভুল হয় না এতটুকু।

/৯

পরিসংখ্যানের দিক থেকেই বিচার করা হলে স্পষ্ট হয়ে যাবে গোটা প্রেক্ষাপটটা। বিগত ৭ বছরে ভারতকে মোট ৬৮টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বিরাট। তার মধ্যে জয় তুলে এনেছেন ৪০টি ম্যাচে। অর্থাৎ, জয়ের হার প্রায় ৫৯ শতাংশ। ভারতের দ্বিতীয় কোনো অধিনায়কের ঝুলিতে এই কৃতিত্ব নেই। গতকাল বিরাটের ঘোষণার পর যে-কথা মুক্তকণ্ঠেই উল্লেখ করেছে বিসিসিআই।

/৯

টেস্টের ইতিহাসে বিদেশের মাটিতেও ভারতের সাফল্য শিখরে পৌঁছেছিল তাঁর অধিনায়কত্বেই। ভারতের একমাত্র অধিনায়ক হিসাবে এক বছরে দু’বার চারটি করে ওভারসিজ ম্যাচ জয়ের কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতেই। ২০১৮ সালে ব্রিটেনে ব্রিসবন, লর্ডস, ওভাল এবং সেঞ্চুরিয়নে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। একইভাবে অস্ট্রেলিয়াতেও বিরাটের নেতৃত্বে ভারত জিতেছিল চার-চারটি ম্যাচ।

/৯

২০১৮ সালের সেই ইংল্যান্ড ট্যুরে আরও একটি নজির গড়েছিলেন বিরাট। হ্যাঁ, সেঞ্চুরিয়ন জয়। বিশ্বের তৃতীয় তথা প্রথম কোনো এশিয় অধিনায়ক হিসাবে সেঞ্চুরিয়নের মাটিতে জয়ের ফুল ফুটিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের নাসের হুসেন এবং অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক ছাড়া যে কৃতিত্ব নেই বিশ্বের কোনো অধিনায়কের কাছেই।

/৯

শুধু ওভারসিজ ক্রিকেটের ক্ষেত্রে দেখতে গেলেও বিরাট টেস্টের দুনিয়ায় সফলতম এশিয় ক্যাপটেন। বিগত ৭ বছরে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৬টি টেস্ট খেলেছেন বিরাট। তাতে জয় এসেছে ২০টিতে। বিপক্ষের বশ্যতা স্বীকার করেছেন মাত্র ১৩ বার। ভারত তো বটেই, দ্বিতীয় কোনো এশিয় দলের অধিনায়কের কাছেই এই সাফল্য এখনও অধরা।

/৯

সাউথ আফ্রিকায় শেষ টেস্ট ম্যাচ জয়ের সঙ্গে একমাত্র ভারতীয় অধিনায়ক হিসাবে আরও একটি মাইলস্টোন স্পর্শ করেন বিরাট কোহলি। আর তা হল, দুটি বক্সিং ডে টেস্ট জয়। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর নেতৃত্বেই বক্সিং ডে-তে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। এমনকি সেই টেস্ট সিরিজও জিতেছিল ২-১ ব্যবধানে।

/৯

ইতিহাস বলছে টেস্ট ক্রিকেটে বিদেশের মাটিতে ভারতের সবথেকে কঠিন প্রতিপক্ষ এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা। সে-দেশে এখনও অবধি কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। তবে সাম্প্রতিকতম দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট ম্যাচ জিতে আরও এক রেকর্ড তৈরি করেছেন বিরাট। তিনিই ভারতের একমাত্র অধিনায়ক যিনি গোটা কেরিয়ারে দক্ষিণ আফ্রিকার মাটিতে দু’বার অতিক্রম করতে পেরেছেন কঠিনতম এই হার্ডল। এর আগে ২০১৮ সালেও তাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় টেস্ট জিতেছিল ভারত।

/৯

এ তো গেল শুধু টেস্ট সাফল্যের বৃত্তান্ত। তাছাড়াও ব্যাটার হিসাবে একাধিক রেকর্ডের ভাগীদার তিনি। ভারতীয় অধিনায়ক হিসাবে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ২০টি শতরানের মালিকানা রয়েছে তাঁর ঝুলিতে। তাছাড়াও টেস্টে ৭টি ডবল সেঞ্চুরির মালক তিনি। ওয়ালি হ্যামন্ড ছাড়া যে কৃতিত্ব আর দ্বিতীয় কোনো টেস্ট ক্রিকেটারের নেই। সেই নিরিখে ডন ব্র্যাডম্যানকেও পিছনে ফেলেছেন বিরাট।

/৯

২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনি অধিনায়কত্ব ছাড়লে, ভারতের ব্যাটন ধরেছিলেন বিরাট কোহলি। তারপর একটু একটু করে গড়ে পিটে নিয়েছিলেন ভারতীয় দলকে। তাঁর অধিনায়কত্বেই ক্ষুরধার হয়ে উঠেছিল ভারতের বোলিং লাইন আপ। টেস্ট র্যাঙ্কিং-এ একটানা ৪২ মাস শীর্ষস্থানও ধরে রেখেছিল ভারত। বিরাটের অধিনায়কত্ব ছাড়ার পর শেষ হল টেস্টের দুনিয়ায় ভারতের সেই আগ্রাসী-যুগ…

Powered by Froala Editor

Latest News See More