হাজার বছরের বাংলা সাহিত্য অনুবাদের কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। দীর্ঘ প্রবাসের পর এ কি একভাবে ঘরে ফেরা? নাকি বাংলা ভাষার অধিকারের জন্য এক লড়াই? আন্তর্জাতিক স্তরে বাংলা ভাষা কতটা অপরায়নের শিকার? বাংলার চিরায়ত সাহিত্যকে, তার সাহিত্য ভাবনাকে আন্তর্জাতিক পাঠকের কাছে তুলে ধরাই কি উদ্দেশ্য? দীর্ঘ কথোপকথনে এই সব প্রশ্নেরই উত্তর খুঁজলেন আলাপন বন্দ্যোপাধ্যায়।
অশীতিপর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এখনও ক্লান্তিহীন। তাঁর এই নতুন উদ্যোগ সম্বন্ধে কিছু কথা ধরা থাকল প্রহরে।