উৎপল দত্তের নাটকে সঙ্গীতের গুরুত্ব

আপনারা অনেকেই জানেন, চলতি বছর পঞ্চাশে পা দিল উৎপল দত্তের প্রতিষ্ঠিত 'পিপলস লিটল থিয়েটার' ওরফে পিএলটি। সেই উপলক্ষে দশ মাস ধরে আয়োজিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। ইতিমধ্যেই তার প্রথম পর্যায়ের শরিক ছিল প্রহর। পিএলটির সঙ্গে যৌথভাবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমরা দেখিয়েছি উৎপল দত্তের ঐতিহাসিক প্রযোজনা ‘কল্লোল’। বলাই বাহুল্য এই সুবর্ণ সফরের দ্বিতীয় পর্যায়েও থাকছি আমরা। ৮ই জুন ২০২২, বাংলা আকাদেমি সভাগৃহে, সন্ধে ৬টা থেকে,‘ উৎপল দত্তের নাটকে সঙ্গীতের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হতে চলেছে। বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুরারী রায় চৌধুরী, শুভেন্দু মাইতি এবং শুভ জোয়���রদার। সঞ্চালনায় কুন্তল মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে প্রহর.ইন-এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে।

See More

Latest Videos