বাংলা গ্রামাফোন রেকর্ডের ইতিহাস শতাব্দীপ্রাচীন। কত শিল্পী, কত গান, কতই না বৈচিত্র। একুশ শতকে সেসব শুধুই নস্টালজিয়ার। সত্যিই কি তাই? এখনও তো অনেকেই সংগ্রহ করেন সেসব দুষ্প্রাপ্য রেকর্ড, বাঁচিয়ে রাখতে চান হারানো দিনের সুরসম্ভার।
রেকর্ড সংগ্রহের সেইসব অজানা গল্প নিয়েই প্রহরের লাইভ, 'খ্যাপা খুঁজে ফেরে'। থাকবেন স্নেহাশিস চ্যাটার্জি, দেবপ্রসাদ দাস ও সপ্তর্ষি ঘটক। সঞ্চালনায় আকাশ বিশ্বাস।
২৫ মার্চ, বৃহস্পতিবার, সন্ধে ৮টায়। প্রহরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে, লাইভ...