বরুণ চন্দ : 'সীমাবদ্ধ' এবং

বরুণ চন্দ : 'সীমাবদ্ধ' এবং জীবনের প্রথম ছবিই ‘সীমাবদ্ধ’। সত্যজিতের ছবিতে নায়ক। লম্বা, সুপুরুষ, অত্যন্ত আকর্ষক সেই মানুষটিই এরপর দীর্ঘদিন কোনো বাংলা চলচ্চিত্রে অভিনয় করলেন না। কেন? অভিনেতা বরুণ চন্দকে কি সবটুকু আবিষ্কার করতে পেরেছে বাংলার চলচ্চিত্র-জগত? আজ দীর্ঘ দূরত্ব থেকে 'সীমাবদ্ধ'-এর দিকে তাকালে কী মনে হয় তাঁর? এবং ‘সীমাবদ্ধ’ অতিক্রম করে তাঁর বাকি পথচলাটুকুই বা কেমন? বরুণ চন্দের মুখোমুখি অধ্যাপক চিন্ময় গুহ। এই একান্ত আলাপচারিতার স্বরগুলি বেঁধে দেবেন তিনিই। এমন একটি সন্ধের জন্য হয়তো দীর্ঘ অপেক্ষাও সঙ্গত। ২৭ জুন, শনিবার। রাত ৮-৯টা। ফেসবুক ও ইউটিউব লাইভ শুধুমাত্র প্রহরে।

See More

Latest Videos