নামবদলের ফাঁসে কলকাতা, বন্দরের পরে 'টার্গেট' ভিক্টোরিয়া মেমোরিয়াল?

আবারও নাম বদলের খেলা। তবে এবার অকুস্থল কলকাতা। গতকালই কলকাতা পোর্টের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখার্জি’র নামে রাখার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের নামও বদলে, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের নামে রাখার প্রস্তাব তোলা হল কেন্দ্রের শাসক দলের পক্ষ থেকে।

কলকাতা পোর্টের ১৫০ বছর পূর্তি উপলক্ষে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী। তখনই, স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন পোর্টের নাম বদলের ঘোষণা করেন তিনি। নতুন নামকরণ করা হয় ‘শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট’। এ-নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন বাঙালিদের একাংশ। আর তারপরেই টুইটারে কলকাতার অন্যতম ঐতিহাসিক স্থান ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলের কথা তুললেন বিজেপি নেতা সুব্রামনিয়ম স্বামী। তাঁর কথায়, ব্রিটিশ ঔপনিবেশিকতার প্রতীক এই সৌধটি। তাই এর নাম বদলে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের নামে করা হোক। তাঁর মতে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের নতুন নাম হোক ‘রানি ঝাঁসি স্মারক মহল’।  

স্বভাবতই, এহেন মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে। এর আগেও বিভিন্ন স্টেশন, জায়গা, সৌধের নাম পরিবর্তনের পথে হেঁটেছে বিজেপি। ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে নাম বদলেও গেছে। তাৎপর্যপূর্ণ হল, নির্দিষ্ট কিছু জায়গাকেই ‘টার্গেট’ করা হচ্ছে। একটি নির্দিষ্ট ইতিহাসকে বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অনেকে মনে করছেন। ভারতের ইতিহাসে যেমন আছে বৈদিক যুগ, তেমনই আছে সুলতান-মোঘল এবং বিদেশি শক্তিরা। এই দ্বিতীয় ভাগের ইতিহাসকে বদলে নিজেদের মতো করে সেটাকে বিকৃত করার অধিকার কি কেন্দ্রের আছে? প্রশ্ন তুলছেন ঐতিহাসিকরাও...

Latest News See More