'ভিক্টোরিয়া কার' ফিরছে মহানগরে, তবে নতুন চেহারায়

ভিক্টোরিয়া কার। মহারানি ভিক্টোরিয়ার আমল থেকে এ-গাড়ি চলছে বলেই এই নাম। শুধু মুম্বাই, কলকাতা, দিল্লি সহ ভারতের অনেক শহরেই একসময় টগবগিয়ে চলেছে এই গাড়ি। কলকাতাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে যেসব ঐতিহ্য, তার মধ্যে ঘোড়ায় টানা গাড়ি অন্যতম। একুশ শতকেও, এই গাড়ি চোখে দেখেননি এমন লোক খুব কমই আছেন। এবার এই ভিক্টোরিয়া কার-ই নামতে চলেছে মুম্বাই-এর রাস্তায়। তবে নতুন কলেবরে।

দূষণ নিয়ন্ত্রণের জন্য বৈদ্যুতিক গাড়ি বাজারে আগেই এসেছে। এবার বৈদ্যুতিক মোটর কাজে লাগিয়ে চলবে এই ভিক্টোরিয়া কার। মুম্বাই মেট্রোপলিটন রিজিওনাল অথরিটির তরফ থেকে এমনই ঘোষণা করা হয়েছে। প্রধানত দক্ষিণ মুম্বাইতে চলবে এই গাড়ি। প্রথম ছয় মাসের ভাড়া ঠিক করবে ই-ভিক্টোরিয়া কারের চালকদের সংগঠন। প্রথম দফায় ৪০টি গাড়ি নামানো হবে রাস্তায়। গেটওয়ে অব ইন্ডিয়া থেকে মেরিন ড্রাইভ অবধি চলবে এই গাড়িগুলি।

২০১৫ সালে একটি স্বেচ্ছাসেবী সংস্থা বোম্বে হাইকোর্টে আবেদন করে, যাতে বলা হয় এই ধরনের গাড়ির ফলে প্রাণীদের ওপর অত্যাচার হয়। এর ফলে আদালত ভিক্টোরিয়া গাড়ির ওপর নিষেধাজ্ঞা জারি করে। কর্মহীন হয়ে পরেন শতাধিক মানুষ। আদালত তাদের পুনর্বাসনের রায় দিলেও তা শুধু নির্দেশ হিসেবেই রয়ে যায়।  

ইংরেজ আমল থেকেই এই সমস্ত গাড়ি পর্যটকদের আকৃষ্ট করেছে। এছাড়া ঐতিহাসিক কোলাবা এলাকা ও মেরিন ড্রাইভে পর্যটকরা এই গাড়িতে ভ্রমণ করেন। দূষণ রোধে ও পর্যটক আকর্ষণে এই গাড়ি যে ভূমিকা রাখবে তা নিঃসন্দেহে বলা যায়।