আবারও নক্ষত্রপতন, প্রয়াত প্রবীণ অভিনেতা বিশ্ব মোহন বাদোলা

একের পর এক দুঃসংবাদ এনেই চলেছে ২০২০। এ শুধু যেন হারানোরই বছর। সোমবার প্রয়াত হলেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব এবং প্রবীণ অভিনেতা বিশ্ব মোহন বাদোলা। আবারও শোকের ছায়া নামল সিনেমহলে। সূত্রের খুর বার্ধক্যজনিত কারণেই অসুস্থ ছিলেন তিনি বেশ কিছুদিন ধরে। গত সোমবার মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৪ বছর।

থিয়েটার তো বটেই, একাধিক জনপ্রিয় হিন্দি সিনেমায় বার বার দর্শকদের অবাক করেছে তাঁর অভিনয়। ‘যোধা আকবর’, ‘লাগে রহো মুন্না ভাই’, ‘জলি এলএলবি ২’, ‘স্বদেশ’ প্রভৃতি সিনেমায় সহকারী অভিনেতা হিসাবে দেখা গিয়েছিল তাঁকে। ‘তাসখন্দ ফাইলস’, ‘হোয়াটস ইয়োর রাশি?’ ওয়েব সিরিজেও করেছেন অভিনয়।

তবে দর্শকমহলে অভিনেতা হিসাবে জনপ্রিয় হলেও, তার আড়ালে লুকিয়ে আছে তাঁর অন্য এক পরিচয়ও। চলচ্চিত্রজগতে আসার আগে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন বিশ্ব মোহন বাদোলা। দক্ষিণ-পূর্ব এশিয়ার আন্তর্জাতিক রাজনীতির ওপর করেছেন একাধিক উল্লেখযোগ্য কাজ। সাংবাদিকতার সূত্রে বিশ্বভ্রমণও করেছেন দু’বার। তা ছাড়াও দীর্ঘদিন কণ্ঠশিল্পী হিসাবে কাজ করেছেন বেতারে। আকাশবাণীতে রেকর্ড করেছেন প্রায় ৪০০টির বেশি নাটক। এমনকি যথেষ্ট জনপ্রিয় ছিল তাঁর গাওয়া গানও।

প্রথম সারির বলিউড সিনেমায় মুখ্য চরিত্রের ভূমিকায় দেখা না গেলেও, দর্শকদের মনে জায়গা করে নিতে কখনোই অসুবিধে হয়নি তাঁর। রুপোলি পর্দায় তাঁর সামান্য কিছুক্ষণের উপস্থিতিও গুণমুগ্ধ করেছে দর্শকদের।

উল্লেখ্য, তাঁর পুত্র বরুণ বাদোলাও চলচ্চিত্র জগতের অত্যন্ত পরিচিত মুখ। গতকাল বাবার মৃত্যুসংবাদ প্রকাশ্যে আনেন তিনিই। সেইসঙ্গে তাঁর লেখা হৃদয় বিদারক স্মৃতিচারণায় উঠে আসে অভিনয় জগতে তাঁর প্রবেশ করার ব্যাপারে অন্যতম অনুপ্রেরণাই ছিলেন তাঁর বাবা। উল্লেখ করেন, যে কারোর সমস্যাই মনযোগ দিয়ে শুনতেন তিনি। চেষ্টা করতেন সাধ্য মতো সমাধানের। চড়াই-উৎরাইয়ে সব সময় আশ্বাস দেওয়া সেই মহীরুহেরই পতন হল যেন। পাতা উলটে গেল বলিউডের আরও একটি অধ্যায়ের...

ছবি ঋণ - নেটফ্লিক্স

আরও পড়ুন
প্রয়াত ব্রিটিশ লেখক-সাংবাদিক জান মরিস, শেষ হল ইংরাজি সাহিত্যের এক অধ্যায়

Powered by Froala Editor

Latest News See More