৯ দিনের শিশুর জটিল অস্ত্রোপচারে সাফল্য, ইতিহাস তৈরি করল কলকাতা মেডিক্যাল

মূত্রতন্ত্রের জটিল সমস্যা নিয়েই জন্ম। তার ওপরে করোনার সংক্রমণ। তবে এই কঠিন অবস্থার মধ্যেও মৃত্যুর মুখ থেকে ৯ দিনের সদ্যোজাতকে ফিরিয়ে আনলেন চিকিৎসকরা। কলকাতা মেডিক্যাল কলেজ গড়ল চিকিৎসাজগতের এক অনন্য নজির।

গত ৩০ জুলাই শিশুটির জন্ম অন্য একটি হাসপাতালে। তবে জন্মানোর কিছুক্ষণ পরেই চিকিৎসকরা লক্ষ করেন, শিশুটির কিডনিতে জমছে জল। এই সমস্যা দেখা দিতে শিশুটিকে নিয়ে যাওয়া হয় কলকাতার অন্য একটি নামকরা হাসপাতালে। সেখানেই টেস্টে ধরা পড়ে মূত্রনালির সমস্যা। ক্যাথিটার দিয়ে প্রস্রাব করানোর চেষ্টা করা হলে শুরু হয় রক্তক্ষরণ। অন্যদিকে তার করোনার পরীক্ষাতেও পজিটিভ আসে রিপোর্ট।

করোনা পজিটিভ আসায় তাকে বদলি করা হয় কলকাতা মেডিক্যালে। ভর্তি করা হয় শিশু বিভাগে। কলকাতা মেডিক্যালের চিকিৎসকরা পুনরায় পরীক্ষা করে নিশ্চিত করেন মূত্রনালির পস্টেরিওর ইউরেথ্রাল ভাল্ভের জন্মগত সমস্যা রয়েছে। যা ক্যাথিটার ব্যবহার করায় আরও ভয়ঙ্কর চেহারা নিয়েছে। দেখা দিয়েছে প্রাণসংশয়। দেরি না করে শুক্রবার দুপুর থেকেই শুরু হয় অস্ত্রোপচারের প্রস্তুতি। রাত ১১টা নাগাদ সফল হয় এই জটিল ‘ভেসিকোস্টমি’ অপারেশন। 

অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন শিশুশল্য চিকিৎসক মিত্রজিৎ মল্লিক, বিশ্বজিৎ মুখোপাধ্যায় এবং বাণী কুণ্ডু। সদ্যজাতের প্রাণ ফিরিয়ে দিতে পেরে উচ্ছ্বসিত চিকিৎসকরাও। খুশি শিশুর পরিবারের লোকজনও। এখন শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানাচ্ছেন মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। তাকে রাখা হয়েছে নবজাতক পেডিয়ার্টিক বিভাগে। সেইসঙ্গে তার বাবা-মায়েরও করোনা পরীক্ষা করানো হয়েছে। 

আরও পড়ুন
ক্যানসারে আক্রান্ত রজনীকান্ত সেন, চিকিৎসার খরচ জোগাতে বিক্রি করলেন গ্রন্থস্বত্ব

গত কিছুদিন ধরেই কলকাতা মেডিক্যাল নিয়ে ভেসে আসছিল বেশ কিছু গাফিলতির অভিযোগ। এসবের মধ্যেই এই ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার প্রমাণ করে দিল, সবরকম প্রতিকূলতার মধ্যেই কাজ চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। তৈরি হল এক নতুন ইতিহাস...

Powered by Froala Editor