২০১৮ সালের নভেম্বর মাসে ভীমা কোরগাঁও ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় ভারভারা রাওকে। সেই থেকেই বিচারাধীন বন্দি হিসাবে দিন কাটাচ্ছেন তিনি। এর মধ্যেই মহারাষ্ট্রের তালোজা জেলে তাঁর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় দেশজুড়ে একধরনের চাঞ্চল্য দেখা গিয়েছিল। কিন্তু সেই অসুস্থতার পিছনে যে লুকিয়ে আছে করোনা ভাইরাসের সংক্রমণ, সেকথা কেউই ভাবেননি।
আজ মুম্বইয়ের জেজে হাসপাতালের ডিন ডা. রণজিৎ মানকেশ্বর জানিয়েছেন, ৮১ বছর বয়সী তেলেগু কবির শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাস। জেলের মধ্যেই কবি অসুস্থ হয়ে পড়লে ১৩ জুলাই তাঁকে জেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এর আগে তাঁর হাঁটাচলার ক্ষমতাও সম্পূর্ণ লোপ পেয়েছিল বলেও জানা গিয়েছে।
ভর্তির পর প্রাথমিকভাবে নিউরো বিভাগে তাঁকে রাখা হলেও রুটিন মাফিক বেশ কিছু পরীক্ষা করানো হয়। তার মধ্যেই ছিল করোনা পরীক্ষাও। আজ সেই পরীক্ষার ফলাফল হাতে এলে দেখা যায় তাঁর শরীরে করোনা ভাইরাস বাসা বেঁধেছে। ফলে এবার তাঁকে অন্য কোনো হাসপাতালে স্থানান্তরিত করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। কারণ জেজে হাসপাতাল করোনা রোগীদের জন্য নয়।
অন্যদিকে ভারভারা রাওয়ের অসুস্থতার কথা পরিবারকে জানানো হলেও তাঁর হাসপাতালে ভর্তি হওয়া এবং করোনা সংক্রমণের ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে রেখেছে প্রশাসন, এমন দাবি করেছেন কবির কন্যা। তবে এই ব্যাপারে প্রশাসনের তরফ থেকে কোনো উত্তর দেওয়া হয়নি। অন্যদিকে করোনা ভাইরাসের আক্রমণে যখন দেশের অসংখ্য কিংবদন্তি আক্রান্ত হচ্ছেন, তখন এই মুক্তচিন্তায় বিশ্বাসী কবির শারীরিক সুস্থতা নিয়ে রীতিমতো চিন্তিত অনেকেই।
আরও পড়ুন
করোনায় আক্রান্ত দাদা স্নেহাশিস, হোম কোয়ারেন্টাইনে সৌরভ-সহ গোটা পরিবার
Powered by Froala Editor
আরও পড়ুন
সংকটজনক হলেও জীবিত কবি ভারভারা রাও, গুজব না-ছড়ানোর অনুরোধ পরিবারের