পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ছবির কথা বললেই ভেসে ওঠে একটাই দৃশ্য। গাঢ় নীল আকাশের গায়ে তারাদের খেলা। হ্যাঁ, ভ্যান গঘের ‘স্টারি নাইটস’। গ্যালারির বাইরেও ঘরের দেয়ালে এমনকি মোবাইলের কভার বা কফি মাগেও সেই ছবি ঘুরেফিরে আসে সারা পৃথিবী জুড়েই। তবে এবার ‘স্টারি নাইটস’-এর সবচেয়ে বড়ো অনুকরণের রেকর্ড তৈরি হল খাস গিনেস বুকে। আর সেই অনুকরণ তৈরি করা হয়েছে আকাশে ভাসমান ড্রোন থেকে আলো ফেলে।
চিনের তিয়ানজিন পৌর এলাকায় সম্প্রতি ৬০০টি ড্রোন একসঙ্গে এই রেকর্ড তৈরি করেছে। ২৬ মিনিট ১৯ সেকেন্ডের অ্যানিমেশন নজর কেড়েছে গিনেস বুকের। আর এই কাজটি করেছেন ইএফওয়াইআই ড্রোন প্রোডাকশন কোম্পানি। সঙ্গে ছিলেন তিয়ানজেন ইউনভার্সিটির পড়ুয়ারাও। গোটা অ্যানিমেশনে অবশ্য শুধুই ‘স্টারি নাইটস’ তুলে ধরা হয়নি। বরং একটু একটু করে বিবৃত হয়েছে ভ্যান গঘের রোমাঞ্চকর জীবন। সেইসঙ্গে ঘুরেফিরে এসেছে তাঁর ‘দ্য মালবেরি ট্রি ইন অটাম’ বা ‘সানফ্লাওয়ার’-এর মতো ছবিও। তবে ‘স্টারি নাইটস’ সবচেয়ে জনপ্রিয় হওয়ায় সেটি নিয়েই আলোচনা হয়েছে সবচেয়ে বেশি।
উদ্যোক্তারা জানিয়েছেন, এই কাজে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে প্রযুক্তির উপরেই। ড্রোন অ্যানিমেশন কোনো নতুন জিনিস নয় ঠিকই। কিন্তু এতদিন শুধু পরপর কিছু স্লাইড দেখানো ছাড়া অন্য কোনো কাজ করা যেত না। এই প্রথম পূর্ণাঙ্গ অ্যানিমেশন তৈরি করলেন চিনের প্রযুক্তিবিদরা। আগামীদিনে এই প্রযুক্তি আরও নানা ধরণের শৈল্পিক ভাবনাকে ফুটিয়ে তুলবে বলে আশাবাদী উদ্যোক্তারা।
Powered by Froala Editor
আরও পড়ুন
কেন ‘আত্মহত্যা’ করেছিলেন ভ্যান গঘ? নতুন অসুস্থতার খোঁজ পেলেন গবেষকরা