বিশ্বের প্রথম ট্রান্সজেন্ডার মডেল হিসেবে বিখ্যাত মার্কিন ক্রীড়া এবং লাইফস্টাইল পত্রিকাতে জায়গা করে নিয়ে ইতিহাস সৃষ্টি করলেন সুপার মডেল ভ্যালেন্টিনা সাম্পাইও। ২৩ বছরের ব্রাজিলিয়ান সুপার মডেলের আগে কখনোই কোনও বৃহন্নলাকে জায়গা পেতে দেখা যায়নি এই ‘স্পোর্টস ইলাস্ট্রেটেড’ পত্রিকায়। ক্রীড়া তো বটেই, আরও নানা ক্ষেত্রের বিশিষ্ট মহিলাদের বিশেষভাবে উপস্থাপন করা এই পত্রিকাটির কভার পেজে কিংবা ভিতরে বিভিন্ন সময় দেখা গিয়েছে স্টেফি গ্রাফ, মারিয়া শারাপোভা, বিয়ন্সে, ইরিনা শায়েক, কেট আপটন, সেরেনা উইলিয়ামস, ভেনাস উইলিয়ামস কিংবা আনা কার্নিকোভার মতো মহিলা তারকাদের।
এই বিশেষ সম্মান পেয়ে সাম্পাইও জানিয়েছেন তাঁর বড় হয়ে ওঠার এবং চূড়ান্ত লড়াইয়ের কথা। উত্তর ব্রাজিলের যে গ্রামে তাঁর জন্ম, সেখানকার বেশিরভাগ মানুষেরই জীবিকা ছিল সমুদ্র নদী থেকে মাছ ধরা। সাম্পাইওর কথায়, ব্রাজিল একটা অসাধারণ সুন্দর দেশ হলেও তার কুত্সিত মুখটা বেরিয়ে আসত তাঁর মতো বৃহন্নলাদের প্রতি সে দেশের মানুষের ভয়ঙ্কর অত্যাচার, অপরাধ কিংবা খুনের পরিসংখ্যান দেখলেই। সেই পরিস্থিতি থেকে এই জায়গায় পৌঁছানো কখনই সহজ ছিল না সাম্পাইওর পক্ষে।
কিন্তু দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে এই স্বীকৃতি যে তাঁর মতো আরও অনেক মানুষকে নতুন করে বাঁচার সন্ধান দেবে, সেকথাও জানাতে ভোলেননি সাম্পাইও। জানাতে ভোলেননি, মানুষের বাইরেটা যেমনই হোক না কেন, তাঁর নিজের ভেতরটাকে আঁকড়ে ধরে স্বপ্ন সার্থক করার পিছনে ছুটে চলাই তো আসলে জীবন।
Powered by Froala Editor