“এলজিবিটি কমিউনিটির এমন অনেক মানুষ আছেন, যাঁরা অন্য জেলা বা শহর থেকে এসে কলকাতায় বিভিন্ন মেসে কিংবা ভাড়া বাড়িতে রয়েছেন। ফলে কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন থাকলেও কোভিডের দ্বিতীয় তরঙ্গের মধ্যে তাঁদের পক্ষে বাড়ি ফিরে ভ্যাকসিন নেওয়াটা খুবই সমস্যার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর হাজার টাকা দিয়ে বেসরকারি সংস্থার থেকে ভ্যাকসিন নেওয়ার সামর্থ্যও নেই সকলের। সেই জায়গায় দাঁড়িয়েই আমরা ঠিক করি যদি এলজিবিটি সম্প্রদায়ের জন্য বিনামূল্যে ভ্যাকসিনেশনের বন্দোবস্ত করা যায়।”
বলছিলেন কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা ‘প্রান্তকথা’-র সদস্য বিনন্দন সরকার। প্রসঙ্গ, সমকামী এবং রূপান্তরকামী মানুষদের গণ-টিকাকরণ কর্মসূচি। গত মাস থেকেই এলজিবিটি সম্প্রদায়ের মানুষদের জন্য বিশেষ টিকাকরণের উদ্যোগ নিয়েছিল কলকাতার এই সংস্থা। আজ তার দ্বিতীয় পর্যায়ে বিনামূল্যে টিকা পেলেন এলজিবিটি সম্প্রদায়ের শতাধিক মানুষ।
আজ দুপুর ১২টায়, ‘প্রান্তকথা’ এবং ‘ক্যালকাটা ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে কিশোর ভারতী স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল এই গণ-টিকাকরণ কর্মসূচি। আর্থিক দিক থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সমাজকর্মী আয়ুশ সারদা। অন্যদিকে ভ্যাকসিনেশন প্রক্রিয়াটির তত্ত্বাবধান করেন মেডিকা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা।
তবে এখানেই থেমে থাকা নয়। সবমিলিয়ে প্রায় আড়াই হাজার প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষের টিকাকরণের লক্ষ্য নিয়েই কাজ করে চলেছে প্রান্তকথা। আগামী সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে তৃতীয় দফা ভ্যাকসিনেশনের রেজিস্ট্রেশন। সেখানে আরও বেশি সংখ্যক মানুষদের টিকাকরণ করা হবে বলেই জানালেন উদ্যোক্তারা। বিনন্দনের কথায়, “এই টিকাকরণের পিছনে আরও একটা কারণ রয়েছে। এলজিবিটি কমিউনিটির মানুষদের কোনো সুমারি হয় না। ফলে, পরিসংখ্যানটা না পাওয়া গেলে একটা কমিউনিটির সমস্যাটা বুঝতেও সমস্যা হয়। ভ্যাকসিনেশন প্রোগ্রামের মাধ্যমে সেই সংখ্যাটা পাওয়া যাবে। তাতে তাঁদের জন্য ভবিষ্যতে কাজ করতেও সুবিধা হবে অনেকটা।”
আরও পড়ুন
স্কুল-কলেজে এবার এলজিবিটি সংক্রান্ত পাঠ্যও, ঐতিহাসিক রায় মাদ্রাজ হাইকোর্টের
প্রান্তিক লিঙ্গযৌনতার মানুষদের জন্য সরকারের পক্ষ থেকে ভ্যাকসিনেশনের বন্দোবস্ত করা হয়েছে ঠিকই, কিন্তু বেশ কিছু জটিলতা থেকে যাচ্ছে সেখানে। পরিচয়পত্রে অনেকেই এখনও পর্যন্ত স্বীকৃতি না পাওয়ায় হেনস্থার শিকার হতে হচ্ছে তাঁদের। ফলে যোগ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। প্রাইড মান্থে সেই কথাই যেন মনে করিয়ে দিচ্ছে কলকাতার তরুণদের এই উদ্যোগ। লড়াই চালিয়ে যাচ্ছে সাম্যাধিকারের জন্য। ভরসা দিচ্ছে দিনবদলের…
আরও পড়ুন
এলজিবিটিকিউ মানুষদের জন্য বিশেষ টিকাকরণ কর্মসূচি কলকাতায়
Powered by Froala Editor
আরও পড়ুন
এলজিবিটি অধিকারের পাশে বিধাননগর পুলিশ কমিশনারেট, শুরু হল সচেতন কর্মশালা