সফলতার জন্য পরিশ্রম আর অধ্যাবসায়-এর কোনো বিকল্প নেই, এ কথা সবাই জানে। কিন্তু সেই সফলতার পেছনের লড়াই সবার ক্ষেত্রে সমান নয়। প্রত্যেকের লড়াই খুব কঠিন এবং ভিন্ন। এমনই এক ভিন্ন লড়াইয়ের মধ্যে দিয়ে বেড়ে ওঠা উত্তরাখণ্ডের মধ্যবিত্ত পরিবারের এক যুবক সাগর শাহ।
সরকারি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর দেরাদুনে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা করতে চলে যান পিপালকোটি গ্রামের সাগর। একটি ছোট পকোড়ার দোকান থেকেই তার পরিবারের সংসার চলে।
গ্রামের অনান্য ছেলের মতো সেও এই দোকানেই ব্যবসা করতে পারত। কিন্তু, তাঁর স্বপ্ন ছিল অনেক বড়। গ্রামে প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্যে বড় কোনও কোচিং সেন্টার না থাকলেও সাগর পিছিয়ে আসেননি। তাঁর মা, পরিবারের অনান্য আত্মীয় এবং কলেজের শিক্ষকদের পাশে পেয়ে তিনি এ-বছরই প্রথম প্রচেষ্টায় গেট পরীক্ষায় উত্তীর্ণ হন।
গেট পরীক্ষা মূলত ইঞ্জিনিয়ার ছাত্র ছাত্রীদের মাস্টার্স করার জন্য দিতে হয়। ভারতবর্ষের অন্যতম কঠিন একটি পরীক্ষা হল গেট। আত্মবিশ্বাসী সাগর মনে করেন, কঠোর পরিশ্রম তাঁকে এই জায়গায় নিয়ে এসেছে। তাঁর এই সাফল্যকে আমরা কুর্নিশ জানাই।
চিত্রঋণ - দি বেটার ইন্ডিয়া