নামবদলের মোহে আদিত্যনাথ, এবার নজরে আগ্রা

সুকুমার রায়ের ‘হ য ব র ল’-তে প্রায়ই দেখা যেত নামবদলের খেলা। হালে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আমলেও দেখা গেছে সেই নজির। এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, মুঘলসরাই হয়েছে দীনদয়াল উপাধ্যায় নগর। এমনকি, ফৈজাবাদও নতুন নাম পেয়েছে – ‘অযোধ্যা’। এই বদলেরই সাম্প্রতিকতম নিশানা ঐতিহাসিক আগ্রা শহর। আগ্রার নাম বদলে ‘অগ্রবন’ করার সুপারিশ করেছে আদিত্যনাথ সরকার।

সরকারের দাবি, একসময় আগ্রার নাম ছিল ‘অগ্রবন’। পরবর্তীকালে এই অগ্রবনই পরিণত হয় আগ্রায়। আবার, মোগল সম্রাট আকবরের আমলে এই অঞ্চলের নাম হয়েছিল ‘আকবরাবাদ’। উত্তরপ্রদেশ সরকার চাইছে, ফিরে আসুক পুরনো নামই। আগ্রার আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগকে ইতিমধ্যেই ‘অগ্রবন’-এর ঐতিহাসিক তাৎপর্য বিবেচনার জন্য বলেছে সরকার।

তবে, আদিত্যনাথের এই নামবদলের ‘ট্রেন্ড’ নতুন কিছু নয়। বহু ঐতিহাসিক শহরের নামই বদলেছেন তিনি। কিন্তু তাজমহলের সূত্র ধরে যে আগ্রা সারা পৃথিবীর কাছে বিখ্যাত, তার নামবদল কতটা যুক্তিসঙ্গত, সে-প্রশ্ন থেকেই যায়।

Latest News See More