ম্যাজিক ফিগার ছোঁয়ার মুখে বাইডেন, জেনে নিন আমেরিকা নির্বাচনের খুঁটিনাটি

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সারা বিশ্বে আলোচনা তুঙ্গে। গত কয়েকদিন ধরেই জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের দ্বৈরথ সামনে এসেছে বারবার। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাইডেনের থেকে খুব বেশি পিছিয়ে নেই ট্রাম্পও। ইতিমধ্যেই রিপাবলিকান পার্টির প্রতিনিধি ট্রাম্প হুমকি দিয়েছেন, সুপ্রিম কোর্টে যাবেন তিনি। ভোটে কারচুপির অভিযোগ এনেছেন। অন্যদিক ডেমোক্র্যাটস পার্টির জো বাইডেন ট্রাম্পের থেকে বেশ খানিকটা এগিয়ে। কোনদিকে এগোচ্ছে পরিস্থিতি?

২৭০-এর ম্যাজিক ফিগার ছোঁয়ার দৌড়ে, বাইডেন জিতেছেন বা এগিয়ে আছেন ২৬৪টি আসনে। অন্যদিকে ট্রাম্পের ঝুলিতে ২১৪টি আসন। আর ৬টি আসন জিতলেই পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের নির্বাচন নিশ্চিত। অ্যারিজোনা, মিশিগান, উইসকনসিনের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে এগিয়ে বাইডেন। অন্যদিকে পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা আর জর্জিয়ার মতো রাজ্য ট্রাম্পের দখলে। দীর্ঘ সময় ধরে হাড্ডাহাড্ডি লড়াই চললেও, এখন সম্ভাবনা অনেকটাই ঝুঁকে বাইডেনের দিকে। 

আসুন, দেখে নেওয়া যাক, উল্লেখযোগ রাজ্যগুলিতে ভোটের পরিস্থিতি – 

  • উইসকনসিন – জো বাইডেন (৪৯.৫৭%)
  • মিশিগান – জো বাইডেন (৫০.৪৭%)
  • নর্থ ডাকোটা – ডোনাল্ড ট্রাম্প (৬৫.৪৮%)
  • ইন্ডিয়ানা – ডোনাল্ড ট্রাম্প (৫৭.৫০%)
  • ওয়েস্ট ভার্জিনিয়া – ডোনাল্ড ট্রাম্প (৬৮.৭৩%)
  • নিউ মেক্সিকো – জো বাইডেন (৫৪.১৭%)
  • ম্যাসাচুসেটস – জো বাইডেন (৬৫.৭১%)
  • নিউ জার্সি – জো বাইডেন (৬০.৭৩%)
  • কানেক্টিকাট – জো বাইডেন (৫৭.২৮%)
  • কলোরাডো – জো বাইডেন (৫৫.৩৮%)
  • আলাবামা – ডোনাল্ড ট্রাম্প (৬২.৪৭%)

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলা ভোটের অধিকাংশই গিয়েছে বাইডেনের ঝুলিতে। অন্যদিকে, ট্রাম্পের ঝুলিতে বেশি জমেছে পুরুষ ভোট। পূর্ব-পরিকল্পিত অনেক সমীকরণও ওলোটপালোট হয়ে গিয়েছে এই নির্বাচনে। বাইডেনের শেষ হাসি হাসা এখন শুধু সময়ের অপেক্ষা। ট্রাম্প যে নিজের পরাজয় মুখ বুজে সহ্য করবেন না, তা বলাই বাহুল্য। চূড়ান্ত ফলের অপেক্ষায় বিশ্ববাসী...

Powered by Froala Editor