এই পৃথিবীর কোনো ইতিহাস হয়তো সম্পূর্ণ হারিয়ে যায় না। ধ্বংস হওয়ার পরেও তার কিছু চিহ্ন থেকে যায় পৃথিবীর বুকে। শুধু সেইসব চিহ্ন খুঁজে বের করার জন্য প্রয়োজন নতুন প্রযুক্তি। আর এই প্রযুক্তির উপর নির্ভর করেই নেদারল্যান্ডে খুঁজে পাওয়া গেল প্রায় ৮০০ বছরের পুরনো একটি দুর্গের সন্ধান। পরিচিত আউদ হারলেম দুর্গের কাছেই পাওয়া গেল এই ধ্বংসাবশেষের চিহ্ন।
১৯৬০ সালে আউদ হারলেম অঞ্চলে প্রথম অনুসন্ধান চালান একদল প্রত্নতাত্ত্বিক। তবে তখন কেবল বাইরের দিকের একটি দুর্গের কিছু ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছিল। আরও গভীরে গিয়ে অনুসন্ধান চালানো তখন সম্ভব হয়নি। কিন্তু এখন গবেষকদের কাছে আছে অত্যাধুনিক ইলেকট্রো-ম্যাগনেটিক ইন্ডাকশন পদ্ধতি। আর এই পদ্ধতির সাহায্যেই একদল জিওফিজিসিস্ট আরেকটি ধ্বংসাবশেষ খুঁজে পেলেন। এই দুর্গটি দৈর্ঘ্যে এবং প্রস্থে দুদিকেই ৪৫ মিটার। অর্থাৎ বর্গাকার গঠনের।
এতদিন মনে করা হত, ১২৮০ সালে রাজা পঞ্চম ফ্লোরিসের সময় থেকেই বর্গাকার দুর্গ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু বর্তমান অনুসন্ধানে অনুমান হয় এই রীতি আরও পুরনো। অর্থাৎ পঞ্চম ফ্লোরিসের পিতা দ্বিতীয় উইলিয়ামের সময়েই এই কাজ শুরু হয়েছিল। প্রাথমিকভাবে অনুমান ১২৫০ সালের আশেপাশেই এই দুর্গটি নির্মিত হয়। তবে ১০০ বছর পর হুক অ্যান্ড কড যুদ্ধের সময় দুর্গটি ধ্বংস হয়, এবং তারপর থেকে আর পুনর্নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়নি। এখনই তার কোনো কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলে মনে করছেন ঐতিহাসিকরা। তবে আগামী দিনে আরও গবেষণার মাধ্যমে নেদারল্যান্ডের ইতিহাসের অনেক ঘটনাই প্রকাশ পাবে বলে মনে করা হচ্ছে।
Powered by Froala Editor
আরও পড়ুন
স্বাধীনতার পরেও ইংল্যান্ডে আক্রমণ আমেরিকার; পোড়ানো হল জাহাজ, দখল দুর্গও