খুশি থাকার স্কুল – পড়াশুনার চাপের বিপরীতে অন্যরকম এক উদ্যোগ

স্কুল মানেই ভারী পিঠের ব্যাগ, রোজের হোমওয়ার্ক, শিক্ষকের বকাঝকা। বন্ধুদের সঙ্গে হই-হুল্লোড় থাকলেও, দিনের শেষে সরল মুখটা সেই গোমড়া হয়েই বাড়ি ফেরে। প্রত্যেক বাবা-মায়ের স্বপ্ন ছেলেমেয়েকে খুশি দেখবে, কিন্তু স্কুলের সঙ্গে খুশি বা ‘হ্যাপিনেস’ শব্দটি অনেকক্ষেত্রেই ঠিক খাপ খায় না। এহেন পরিস্থিতিতেই অভিনব উদ্যোগ ইউনাইটেড স্টেটসের।

হ্যাপিনেস স্টাডিজ অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা তাল বেন সাহারের সাহায্যে, লেইলা এবং ডেভিড সেন্টনার মিয়ামিতে প্রতিষ্ঠা করেন সেন্টনার অ্যাকাডেমি। প্রথাগতভাবে অঙ্ক এবং ইংরেজি ছাড়াও মান্দারিন, ধ্যান বা মেডিটেশনের ওপর ক্লাস, বিভিন্ন প্রতিকূলতার সামনে নিজেকে শক্ত রাখার প্রশিক্ষণ, ছোট ছোট বিষয়ে আনন্দ খুঁজে নেওয়ার ক্লাস আছে এই স্কুলটিতে। আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরেই আড়াই থেকে ৬ বছরের মধ্যে ১৮টি শিশুকে নিয়ে খুলছে স্কুলটি; এবং ক্লাস ১২ অব্দি প্রতি বছর মাত্র একটি করে ক্লাস বাড়ানো হবে তাদের।

এই উদ্যোগ যদি ধীরে ধীরে উপমহাদেশের শিক্ষাব্যবস্থাতেও ঢুকে পড়ে, এর থেকে খুশির খবর আর কীই বা হতে পারে!