‘উভচর’ শব্দটি শুনলে কাদের নাম মাথায় আসবে? সাপ, ব্যাঙ এইরকম প্রাণীদের কথা। কিন্তু যদি বলা হয়, স্কুলও উভচর হতে পারে! পাগলের প্রলাপ মনে হলেও, বাংলাদেশের কেরাণীগঞ্জে তৈরি হয়েছে এমনই একটি উভচর স্কুল!
বাংলাদেশের মালেকা ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত আর্কেডিয়া এডুকেশন প্রজেক্টের আওতায় তৈরি হয়েছে এই স্কুল। কেরাণীগঞ্জ মডেল থানার সন্ধ্যা নদীর ওপরেই তৈরি করা হয়েছে স্কুলটি। বাঁশ আর প্লাস্টিকের ড্রাম দিয়ে তৈরি হয়েছে এটি। কিন্তু উভচর কেন? উদ্যোক্তারা জানান, শুখা মরসুমে যখন জল প্রায় থাকে না বললেই চলে, তখন পুরো স্কুলটা ডাঙাতেই থাকে। ভরা বর্ষায় নদী ভরে গেলে তখন ভাসতে থাকে এটি। ফলে, পুরো স্কুলটার ডুবে যাওয়ার কোনো তেমন সম্ভাবনা থাকে না। এখানে পথশিশু এবং দরিদ্র বাচ্চাদের পড়াশোনা চলে। যাতে সারাবছর এই বাচ্চারা শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই ভাবনা থেকেই এই উভচর স্কুলের সূত্রপাত। ইতিমধ্যেই এই অভিনব ভাবনার জন্য স্কুলটির স্থপতি সাইফ-উল হক পেয়েছেন ‘আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’ পুরস্কার।