২০০৪ সালের সুনামির কথা আজও মনে। আজও জলদানবের সেই বীভৎসতা গায়ের লোম খাড়া করিয়ে দেয় মানুষের। কয়েক মিটারের সেই জলোচ্ছ্বাস শুধুমাত্র ভারতেই কেড়েছিল ১৬ হাজারের বেশি প্রাণ, নিখোঁজ হয়েছিলেন ৫ হাজার মানুষ। বাসস্থান হারিয়েছিলেন প্রায় ৭ লক্ষ। বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর ভারতীয় ভূভাগের সংলগ্ন হওয়ায় এই সুনামির প্রবণতা থেকেই যায় ভারতে। তবে কথা আছে, সাবধানের মার নেই। এবার ভবিষ্যতে সুনামির জন্য আগাম পরিকাঠামো গঠন করে রাখল ওড়িশার দুটি গ্রাম।
সারা ভারতের মধ্যে প্রথম রাজ্য হিসাবে ওড়িশাই তৈরি করল এই পরিকাঠামো। ভবিষ্যতে সুনামির সামনে সমস্তরকমের মোকাবিলার জন্যই তৈরি ওড়িশার দুই গ্রাম। নোলিয়াসাহি এবং ভেঙ্কটরায়পুর বা বক্সাপল্লি, এই দুই সমুদ্র তীরবর্তী গ্রামে গঠন করা হয়েছে এই বিশেষ পরিকাঠামো। সম্প্রতি ওড়িশার এই উদ্যোগকে স্বীকৃতি জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো। সুনামির আঘাত কাটিয়ে ওঠার জন্য এই পরিকাঠামো গঠনের ভিত্তিতে ওড়িশার রাজ্য বিপর্যয় মোকাবিলা কমিটির ডিরেক্টর পি.কে. জেনাকে গতকাল এই স্বীকৃতি প্রদান করে ইউনেস্কো। ওড়িশাকে চিহ্নিত করেছে ‘সুনামি রেডি’ নামে।
তিনি জানিয়েছেন, ওড়িশার এই উদ্যোগ রোল মডেল হতে চলেছে অদূর ভবিষ্যতেই। আগামী এক বছরের মধ্যেই ওড়িশায় সমুদ্র তীরবর্তী ৩২৬টি গ্রামেও এই পরিকাঠামো গঠন করবে ওড়িশা সরকার। এই প্রসঙ্গে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জানান, সুনামির সম্ভাবনা থাকলে এবার থেকে আগাম বার্তা পৌঁছে যাবে গ্রামবাসীদের কাছে। পাশাপাশি এই পরিকাঠামোর লক্ষ্য থাকবে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা। মানুষের প্রাণ বাঁচানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও প্রস্তুত করে রেখেছে ওড়িশা সরকার...
Powered by Froala Editor
আরও পড়ুন
করোনা এবং সুনামিতে বিধ্বস্ত জাপান, ভরসা দিচ্ছে হাজার বছরের পুরনো গাছ