বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার ঘোষণা ইউনেস্কোর

করোনা পরিস্থিতির মধ্যেও বঙ্গবন্ধুকে ভোলেননি বাংলাদেশের মানুষ। মহামারীর জন্য স্বাস্থ্যবিধি মেনেই চলছে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন। আর এর মধ্যেই বাঙালিদের আবেগের উষ্ণতাকে আরও একটু বাড়িয়ে দিতে বঙ্গবন্ধুর নামেই আন্তর্জাতিক পুরস্কারের কথা ঘোষণা করল ইউনেস্কো। গত ১১ ডিসেম্বর বাংলাদেশের আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয় জাতিপুঞ্জের স্বতন্ত্র অংশ ইউনেস্কো। সারা পৃথিবীতে ক্রিয়েটিভ আর্ট ইন্ডাস্ট্রিতে বিশেষ অবদানের জন্য প্রতি বছর দেওয়া হবে এই পুরস্কার।

একদিকে যেমন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠিত হচ্ছে, তেমনই এগিয়ে আসছে মুক্তিযুদ্ধের ৫০ বছর। আর এই সময় আবারও সাম্প্রদায়িক হানাহানির মধ্যে বাংলাদেশ তথা পৃথিবীজুড়ে প্রাসঙ্গিক হয়ে উঠছে বঙ্গবন্ধুর সাম্য ও দেশপ্রেমের আহ্বান। সেই ঐতিহ্যকে মাথায় রেখেই ২০১৭ সালে বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার ঘোষণা করার পরিকল্পনা নেয় বাংলাদেশ সরকার। ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেই সেই আবেদন পৌঁছে দেওয়া হয় জাতিপুঞ্জের কাছে। আর এর মধ্যেই সেই আবেদনে সাড়া দিয়েছে ইউনেস্কো।

ইউনেস্কোর তরফ থেকে জানানো হয়েছে, সারা পৃথিবীতে করোনা পরিস্থতিতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রিয়েটিভ আর্ট ইন্ডাস্ট্রি। অথচ সামাজিক মূল্যবোধ রক্ষা এবং উন্নত ভবিষ্যতের জন্য এই ক্ষেত্রটিকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি। সিনেমা, সঙ্গীত, চিত্রশিল্প, সংবাদমাধ্যমের মতো ক্ষেত্রের সঙ্গে জড়িয়ে আছে তরুণ প্রজন্মের অর্থনৈতিক ভবিষ্যত। বিশেষ করে এই ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণও চোখে পড়ার মতো। তাই এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতেই বার্ষিক ৫০ হাজার ডলারের পুরস্কারমূল্য ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশের বিদেশমন্ত্রী আব্দুল মোমেন জানিয়েছেন, এর ফলে সারা পৃথিবীতে বঙ্গবন্ধুর সম্প্রীতির আদর্শ আরও ছড়িয়ে পড়বে। আপাতত ৬ বছরের জন্য এই পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এরপর ইউনেস্কো এবং বাংলাদেশ সরকার চাইলে আবার নতুন করে চুক্তি হবে। আগামী বছর নভেম্বর মাসেই বঙ্গবন্ধুর নামে প্রথম আন্তর্জাতিক পুরস্কার প্রদান করা হবে। বাংলাদেশ তো বটেই, সমস্ত বাঙালির কাছেই এই ঘোষণা সত্যিই গর্বের বিষয়।

Powered by Froala Editor

Latest News See More