একসঙ্গেই পৃথিবীর আলো দেখেছে দুই ভাই-বোন। অর্থাৎ তাদের বয়স তো একই। কিন্তু চিকিৎসকরা অন্য কথা বলছেন। তাঁদের মতে, ছেলেটির বয়স মেয়েটির চেয়ে অন্তত ৩ সপ্তাহ বেশি। আসলে ৩ সপ্তাহের গর্ভবতী অবস্থাতেই আবারও সন্তানধারণ করেছিলেন ইংল্যান্ডের রেবেকা রবার্টস। কিন্তু কীভাবে সম্ভব হল এমনটা? চিকিৎসকদের কাছে এখনও এর কোনো স্পষ্ট উত্তর নেই।
গতবছর আগস্ট মাস নাগাদ উইল্টশায়ার নিবাসী রেবেকা জানতে পারেন একটি নয়, তাঁর গর্ভে বেড়ে উঠছে দুটি সন্তান। এমনিতে খুশিই হয়েছিলেন রেবেকা। বিবাহের পর বেশ কয়েক বছর তিনি সন্তানধারণ করতে পারেননি। অবশেষে বহু চিকিৎসার পর তিনি মা হতে চলেছেন। একজনের বদলে দুই সন্তানের মা হতে পারলে তিনি খুশি হবেন, এটা তো স্বাভাবিক। কিন্তু চিকিৎসকরা চিন্তায় পড়লেন। এর আগে তাঁর দুবার আল্ট্রাসোনোগ্রাফিক পরীক্ষা করা হয়েছে। কিন্তু তখন তো একটির বেশি ভ্রূণের অস্তিত্ব নজরে আসেনি। তাহলে?
অবশেষে আরও দুবার আল্ট্রাসোনোগ্রাফিক পরীক্ষার পর ধরা পড়ে আসল রহস্য। আগের দুবারের পরীক্ষায় একটিমাত্র ভ্রূণের অস্তিত্বই জানা গিয়েছিল, কারণ তখন দ্বিতীয় ভ্রুণটির জন্ম হয়নি। যদিও সাধারণত একবার কোনো মহিলা গর্ভধারণ করলে সঙ্গে সঙ্গে তাঁর শরীরে প্রোজেস্টেরনের ক্ষরণ বন্ধ হয়ে যায়। এর ফলে সেই সন্তান পরিণত না হওয়া পর্যন্ত নতুন ভ্রূণ জন্ম নেয় না। কিন্তু কীভাবে এক্ষেত্রে এমন ব্যতিক্রমী ঘটনা ঘটল, সেটাই এখনও বুঝতে পারছেন না চিকিৎসকরা। অবশ্য তাঁদের মতে, এমন ঘটনা যে আগে কোথাও কোনোদিন ঘটেনি, তা জোর দিয়ে বলা যায় না। আবার অনেকের মতে গর্ভধারণের আগে তাঁকে যে সমস্ত হরমোনাল ওষুধ দেওয়া হয়েছিল, তার পার্শ্বপ্রতিক্রিয়া থেকেই এমনটা ঘটেছে।
অবশ্য দুই বিষমবয়সী ভ্রূণ একসঙ্গে বেড়ে উঠতে পারবে কিনা, তাই নিয়েই চিন্তিত ছিলেন চিকিৎসকরা। শেষ পর্যন্ত নভেম্বর মাসেই দুই শিশুকে সিজার পদ্ধতিতে গর্ভ থেকে বের করে নিয়ে আসেন তাঁরা। কয়েক সপ্তাহ নিও-নাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে কাটানোর পর এখন দুজনেই পুরোপুরি সুস্থ। দুই সন্তানকে কোলে নিয়ে খুশিতে ভরে উঠেছে রেবেকার পরিবার। তবে চিকিৎসাবিজ্ঞানের কাছে এখনও রহস্যের পর্দা উন্মোচিত হয়নি।
আরও পড়ুন
ইতিহাসে এই প্রথম অন্তঃসত্ত্বা মমি আবিষ্কার মিশরে
Powered by Froala Editor
আরও পড়ুন
অন্তঃসত্ত্বা মায়ের টিকাতেই অনাক্রম্যতা সদ্যোজাত শিশুর