করোনা-সংক্রমণে মৃত অন্তঃসত্ত্বা নার্স, রক্ষা পেল সন্তান

মানবজাতির কাছে এই শতাব্দীর সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাস। কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ। তবে এই বিপর্যয়ে, সামনে থেকে দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। নিজেদের জীবনের তোয়াক্কা না করেই নিঃস্বার্থভাবে গোটা মানবজাতির রক্ষার ভার নিয়েছেন তাঁরা। অনেক জায়গায় নেই প্রয়োজনীয় সুরক্ষা পোশাক। নেই মাস্ক। তার মধ্যেও অবিচ্ছিন্নভাবেই চলছে পরিষেবা। অনেকে করোনার চিকিৎসার কাজে নিয়োজিত থাকতে থাকতেই, শিকার হচ্ছেন এই মারণ ভাইরাসের। এর মধ্যে প্রাণও গেছে অনেক স্বাস্থ্যকর্মীর। সম্প্রতি আবারো সামনে এল ইউনাইটেড কিংডমের এমন একটি ঘটনা। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেলেন একজন অন্তঃসত্ত্বা নার্স! তবে বাঁচানো সম্ভব হয়েছে, তাঁর সদ্যজাত সন্তানটিকে।

ম্যারি অ্যাগেইওয়া নামের ওই নার্সটি লাটন এন্ড ডানস্টেবল ইউনিভার্সিটি হসপিটালে কর্মরত ছিলেন। তাঁর করোনার রিপোর্ট পজিটিভ আসার পর, ৭ই এপ্রিল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার মাত্র ২৮ বছর বয়সে বেডফোর্ডশিয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ম্যারি। তাঁর জীবনের শেষ পাঁচ বছর জড়িয়ে ছিল স্বাস্থ্যকর্মীর কাজেই।

তবে বাঁচানো গেছে তাঁর সদ্যজাত সন্তানটিকে। বর্তমানে, সুস্থ রয়েছে তাঁর সন্তান। এর থেকে বেশি কোনো তথ্য হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়নি।

‘গোফান্ডমি’ নামের একটি সংস্থ্যা তাঁদের ওয়েবসাইটে এই ঘটনার কথা জানান। তাঁদের উদ্দেশ্য ছিল সাহায্য হিসাবে ম্যারির পরিবারের হাতে তুলে দেওয়া কিছু অর্থ। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাহায্য আসে এক লক্ষ সতেরো হাজার ইউরোর!

ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যাংকক বৃহস্পতিবার জানান, ২৭ জন স্বাস্থ্যকর্মী এখনো পর্যন্ত মারা গেছেন করোনা ভাইরাসে। মৃত্যুর সংখ্যা সব মিলিয়ে প্রায় ১৪ হাজার ছুঁইছুঁই ব্রিটেনে। টেস্ট পজিটিভ এসেছে লক্ষাধিক মানুষের।

এই মর্মান্তিক ঘটনা ছুঁয়ে গেছে সকলকে। ম্যারির মৃত্যুসংবাদে শোকস্তব্ধ সারা দুনিয়া। আরো কত প্রাণ এভাবেই যাবে, হিসেব নেই তাঁর। কবে কাটবে এই দুঃসময়? কবে আবার ফিরে আসবে সুস্থ ঝলমলে পৃথিবী? অপেক্ষা তারই…

Latest News See More