ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে স্মরণীয় করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছিল কেন্দ্র। ঘোষণা করেছিল ‘আজাদি কি অমৃত উৎসব’-এর কথা। এবার এই কর্মকাণ্ডের আওতায় সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে যাবতীয় পাঠক্রম এবং সাহিত্য সমস্ত ভারতীয় ভাষায় অনুবাদ করার নির্দেশ দিল ইউজিসি (UGC)। আগামী ২০ নভেম্বরের মধ্যেই বিশ্ববিদ্যালয়গুলিকে অনুবাদ কর্মসূচির পরিকল্পনা এবং নীল-নকশার সম্পর্কে সম্পূর্ণ রিপোর্ট জমা দিতে হবে ইউজিসির দপ্তরে।
‘আজাদি কি অমৃত উৎসব’-এর উপলক্ষে শিক্ষাব্যবস্থায় কী কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ৩১ আগস্টই ইউজিসির সঙ্গে আলোচনায় বসেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেই বৈঠকের নিরিখেই বেশ কিছু বদল আনা হয় জাতীয় শিক্ষা নীতিতে। জাতীয় শিক্ষা নীতির চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরেই ২ নভেম্বর ভারতের কেন্দ্রীয়, রাজ্য এবং বেসরকারি— সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে চিঠি পাঠায় ইউজিসি কর্তা রাজনীশ জৈন।
শিক্ষার্থীদের মধ্যে ঐক্য এবং বন্ধনকে দৃঢ় করতেই এই উদ্যোগ ইউজিসির। সমস্ত সরকারি ভাষায় পাঠক্রম অনুবাদ ভারতের সাংস্কৃতিক বৈচিত্র ও ঐতিহ্যেও নতুন করে প্রাণস্পন্দন ফেরাবে বলেই আশাবাদী শিক্ষামন্ত্রক। পাশাপাশি, কেন্দ্রীয় ও রাজ্য বিশ্ববিদ্যালয়গুলিতে আঞ্চলিক ভাষায় শিক্ষাগ্রহণের সুযোগ হয় না ছাত্রছাত্রীদের। তাঁরাও উপকৃত হবেন কেন্দ্রের এই উদ্যোগে। সরাসরি আঞ্চলিক ভাষায় ক্লাস না হলেও, লার্নিং মেটেরিয়ালের জন্য সংশ্লিষ্ট বিষয়গুলিকে বুঝতে অনেকটাই সুবিধা হবে শিক্ষার্থীদের।
আরও পড়ুন
বাদ তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেলুলার জেল; কোন ইতিহাস চেনাচ্ছে ইউজিসি?
ইতিমধ্যেই ইউজিসির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে দিল্লি, জামিয়া মিলিয়ার মতো ভারতের প্রথম সারির বিশ্ববিদ্যালয়। তবে সমস্ত বিষয়ের এবং সাহিত্যের পাঠক্রম আঞ্চলিক ভাষায় অনুবাদ করা এককথায় বিশাল এক কর্মযজ্ঞ। ফলে, কত দ্রুত তা বাস্তবায়িত করা সম্ভব হবে, তা নিয়ে থেকেই যাচ্ছে সন্দেহ।
আরও পড়ুন
বদলে যাচ্ছে ইতিহাস পাঠ্যক্রম, এনসিইআরটি ও ইউজিসি’র সিদ্ধান্তে সরব ইতিহাসবিদরা
তবে এই ধরনের উদ্যোগ এই প্রথম নয়। চলতি বছরেই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন ছটি আঞ্চলিক ভাষায় স্নাতক ডিগ্রি চালু করেছিল বেশ কিছু ইঞ্জিনিয়ারিং কলেজে। জাতীয় শিক্ষানীতি মেনে পঞ্চম শ্রেণি পর্যন্ত সমস্ত পাঠ্যপুস্তকও মাতৃভাষায় উপলব্ধ করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। এবার স্বাধীনতার ৭৫ বছরকে সামনে রেখে আরও একবার একই পথে হাঁটল ইউজিসি…
আরও পড়ুন
ইতিহাসের পাঠ্যক্রমে হিন্দুত্ববাদের প্রতিফলন? ইউজিসির বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক
Powered by Froala Editor