হারিয়ে যাওয়া শৈশবের হদিশ দিচ্ছে এই সংস্থা

বিকেল হতে না হতেই ছোটরা দৌড় লাগিয়েছে মাঠের দিকে। একবিংশ শতাব্দীর শুরুর দিকেও এই দৃশ্যটা অত্যন্ত পরিচিত ছিল। এখন তাকালে হতাশই হতে হয়। বাচ্চারা এখনও খেলে, তবে সেটা মোবাইলে। সেই সঙ্গে আছে সোশ্যাল মিডিয়া। শৈশব সত্যিকারেই হয়তো বোকাবাক্সতে বন্দি হয়ে যাচ্ছে। একসময় যখন ছুটিতে হাতের কাজে ব্যস্ত হয়ে যেতাম আমরা, সেরকম এখন খুব কমই দেখা যায়।

সেইসব স্বাদ ছোটদের ফিরিয়ে দিতে উদ্যোগ নিল ‘উড়ান’। এই স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্কশপ আয়োজন করে ছোটদেরকে এই সমস্ত হাতের কাজের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। সংস্থার কর্মীরাই বিভিন্নভাবে প্রশিক্ষণ দিচ্ছেন। শুধু প্রশিক্ষণই নয়, হাতে-কলমে ছোটদের সেই জিনিস তৈরি করতেও উৎসাহ দিচ্ছেন তাঁরা। তাতে কাজও দিচ্ছে বলে তাঁরা জানাচ্ছেন। একসঙ্গে বসে রঙবেরঙের কাগজ, শোলা ইত্যাদি দিয়ে জিনিস তৈরি করতে পেরে খুশি খুদেরাও।