পোষ্যরাও চড়বে চারচাকায়, নতুন ব্যবস্থা উবারের

যাদের বাড়িতে পোষ্য আছে, অথচ অফিস যাওয়ার সময় তাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আপনার মন খারাপ, তাঁদের জন্য সুখবর নিয়ে এল উবার। সম্প্রতি বিশ্বে এই প্রথম উবার নিয়ে এল আপনার এবং আপনার পোষ্যের একই সঙ্গে গাড়িতে যাওয়ার নতুন নিয়ম।

অক্টোবরের ষোলো তারিখ আমেরিকার সাতটি শহরে এই সুযোগ উবারের পক্ষ থেকে করে দেওয়া হয়। উবারের সাধারণ ভাড়া ছাড়া, অতিরিক্ত তিন থেকে পাঁচ ডলারের বিনিময়ে উবার আপনাকে খুঁজে দেবে সেইসমস্ত ড্রাইভারদের, যারা পোষ্য ভালোবাসেন। উবার সংস্থা মনে করেন, এই টাকার বিনিময়ে এই ধরণের ড্রাইভারের সংখ্যা ক্রমশ বাড়বে। তাই পরবর্তীতে পোষ্যের জন্য উবার খুঁজে পেতে সমস্যা হবে না কারোরই।

যদিও চাকুরে পোষ্যদের ক্ষেত্রে এ-নিয়ম আলাদা। তারা যে কোনো সময়, যে-কোনো গাড়িতে চড়ার অধিকার রাখে। তাই বিনা পয়সায় এ-ধরণের পোষ্যকে আপনি সহজেই উবারে নিয়ে যেতে পারেন।

এখন থেকে আর মনখারাপ নয়, আপনার যাতায়াতের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠতে পারে পোষ্যও। আর এর জন্যে উবারকে সাধুবাদ জানাতেই হয়। ভারতে যখন উবারের চাহিদা ক্রমশ বাড়ছে, তখন এ-ধরণের নিয়ম খুব শীঘ্র চালু হবে, আশা করাই যায়।

Latest News See More